অন্যান্য পরীক্ষা

আইসিএসই দশম বোর্ড পরীক্ষার প্যাটার্ন

নিউজ ডেস্ক –  গরমের  মরসুমে এমনি ঘাম ঝরছে সকলের । এর মধ্যেই কাউন্সিল ফর ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট পরীক্ষা  গত মাসে আইসিএসই মাধ্যমিক পরীক্ষার সময়সূচী প্রকাশ করেছে। কার্যত সময়সূচি প্রকাশ হতেই উষ্ণতা ছড়িয়েছে পড়ুয়াদের মধ্যে।  আইসিএসই মাধ্যমিক পরীক্ষা আগামী ২৫শে এপ্রিল থেকে শুরু হতে চলেছে এবং পরীক্ষা শেষ হবে ২০শে মে।

পড়ুয়াদের অবশ্যই আইসিএসই মাধ্যমিক পরীক্ষার প্যাটার্ন সম্পর্কে ওয়াকিবহাল থাকতে হবে। মার্কিং স্কিম, পরীক্ষার সময়কাল, নম্বরের অধ্যায়-ভিত্তিক বণ্টন, পরীক্ষায় জিজ্ঞাসা করা প্রশ্নের ধরণ সম্পর্কে আগে থেকেই সমস্ত কিছু জেনে রাখতে হবে। ‘কোন প্রশ্নের কতটা উত্তর দিতে হবে’ এবং ‘সময়মতো পেপারটি শেষ করা’ সম্পর্কে নির্দিষ্ট পরিকল্পনা করতে হবে। ।

এই বছর, কাউন্সিল আইসিএসই মাধ্যমিক পরীক্ষা দুইবার পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছে- টার্ম ১ এবং টার্ম-২। টার্ম ১-এ শুধুমাত্র এমসিকিউ ধরণের প্রশ্ন অন্তর্ভুক্ত থাকবে এবং টার্ম ২ পরীক্ষায় উদ্দেশ্যমূলক এবং বিষয়ভিত্তিক উভয় প্রশ্ন থাকবে। ১ ঘণ্টা ১৫ মিনিটের মধ্যেই পরীক্ষাটি শেষ করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *