অনেকদিনের ইচ্ছে ছিল যে ছাত্ররাজনীতি নিয়ে গল্প লিখব- মোমো
রিয়া আচার্যঃ বর্তমান দিনে রাজনীতি ছাত্র সমাজকেও গ্রাস করে নিচ্ছে।তাই রাজনীতি এখন ছাত্র সমাজে এমনভাবে ঢুকে পড়েছে যার ফলে এই রাজনীতির কালো ছায়ার কবল পড়ছে বহু ছাত্র।যার থেকে বাড়ছে অপরাধ।যা পশ্চিমবঙ্গের ছাত্র রাজনীতির দৃশ্যপট উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে এই ছবিটি “ মাস্টার মশায় আপনি কিছু দেখেন নি”।
ছাত্র জীবন মানেই সেখানে থাকে মজা প্রেম ভালোবাসা।তাই এই ছবিটিও তার ব্যতিক্রম নয়।এই ছবিতে যেমন রাজনীতির কালো ছায়া দেখতে পাওয়া যাবে ঠিক তেমনি তাঁর সাথে দেখা যাবে ভালোবাসার ছোঁয়া।একটি ছাত্র যাকে হত্যা করে আরেকটি ছাত্র।এই হত্যার সাক্ষী ছিলেন মাস্টারমশাই।যেই ছাত্রটি খুন হয় যে ছাত্রটি ছিল ওই মাস্টারমশায়ের প্রিয় একটি ছাত্র।তবে ওই ছাত্রকে শুধুমাত্র প্রিয় ছাত্র বলা ঠিক নয় কারন প্রিয় ছাত্রের পাশাপাশি তিনি ছিলেন মাষ্টারমশাইয়ের নিজের মেয়ের প্রেমিক।

