ডিফেন্স

৭০,০০০ ফুট উচ্চতা থেকে চীনের উপর নজর রাখতে ৭০০ কোটি বরাদ্দ কেন্দ্রের। ড্রোন গুলি কত হাজার উপর থেকে আক্রমন করতে সক্ষম জানেন?

নিউজ ডেস্কঃ যুদ্ধবিমান থেকে শুরু করে হেলিকপ্টার, আওাক্স এবং ২৪*৭ সকল তথ্য পাওয়ার জন্য একের পর এক পদক্ষেপ গ্রহন করছে ভারতবর্ষ। আর সেই কারনে বিভিন্ন টেকনোলোজি হাতে আসছে ভারতবর্ষের। বিশেষ করে ড্রোন টেকনোলোজি। 

কেন্দ্রীয় সরকারের তরফ থেকে তরফ থেকে High Altitude Pseudo Satellite (HAPS) উন্নয়নের জন্য ৭০০কোটি টাকার ফান্ড পেতে পাচ্ছে হ্যাল।

উচ্চ স্থান গুলিতে ড্রোন স্যাটেলাইট হল নেটওয়ার্ক কেন্দ্রিক অয়ারফেয়ারের প্রধান ডাটা লিংক এবং অন্যান্য সেন্সারের প্রান কেন্দ্র। এই টেকনোলোজি গুলিতে সেন্সার ও ডাটা লিংক স্টোর থাকে। প্রথম প্রোটোটাইপ উন্নয়নের জন্য ৫০কোটির কম খরচ হবে। 

হ্যাল ইতিমধ্যে ডিজাইনিং এর কাজ শুরু করে দিয়েছে। ৫০০কোজির এই ড্রোন স্যাটেলাইট ৭০,০০০ ফুট উচ্চতায় উড়তে সক্ষম। সম্পূর্ন সোলার প্যনেলে ঢাকা এই ড্রোন একটানা তিন মাস আকাশে সার্ভিস দিতে পারে। 

বিভিন্ন ধরনের ড্রোন, যুদ্ধবিমান, এ্যওয়াক্স, যুদ্ধজাহাজ এবং গ্রাউন্ড কম্যান্ড সিস্টেম এর মাধ্যমে লিংক থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *