Amara Muzik নতুন আঙ্গিকে পরিবেশন করল “ভবা পাগলা রচিত নদী ভরা ঢেউ”
নিউজ ডেস্কঃ ২০২১ দুর্গা পুজায় Amara Muzik নতুন আঙ্গিকে পরিবেশন করেছে ভবা পাগলা রচিত নদী ভরা ঢেউ গানটি। তিমির বিশ্বাস ও ইপিআর আইয়ার – কে যৌথভাবে কাজ করেছেন এই নতুন প্রচেষ্টায়। এই গানটি Continuum নামক একটি মিউজিক্যাল সিরিজের প্রথম গান। দুটি গান বিশিষ্ট এই সিরিজটি মূলত মৃত্যুর দেবতা ও একজন অতি সাধারণ মানুষের কথোপকথনকে কেন্দ্র করে তৈরী। আসল গানটিতে ভবা পাগলা জীবনকে নদীর সাথে তুলনা করেছেন। তিনি বলতে চেয়েছেন যে মানুষ শুধু চায় জীবনকে তার নিজের মতন করে চালনা করতে কিন্তু পরে না কারণ সবই পূর্বনির্ধারিত। আমরাই এই নিহিতার্থ বুঝতে পারি না। এই নতুন গানটিতে, ভবা পাগলার এই দর্শনটি গাইছেন তিমির এবং ইপিআর তার উর্দু কবিতা র্যাপ করেছেন যার মূল বক্তব্য কিন্তু জীবনের অপূর্ণতাকে স্বীকার করার কথা বলে। EDM soundscape যোগ করে এই গানকে আরও অভিনব করে তুলেছেন Composer সায়ন গাঙ্গুলি।
নদী ভরা ঢেউ Rap Folk Fusion এর সম্বন্ধে কথা বলতে গিয়ে Amara Muzik (Bengali) র অ্যাকুইসিশন ম্যানেজার Sandip Mallick বলেন “এরকম একটা অভিনব কাজ করার রিস্কটা খুব একটা কেও নেবেনা। কিন্তু আমাদের মনে হয় যে এখন বাংলায় শ্রোতাদের গানের বিষয়ে পছন্দ পাল্টাচ্ছে। আর Amara সেই পরিবর্তনের একটা অবিচ্ছেদ্য অঙ্গ। আর আমরা খুবই গর্বিত যে আমরা এক্কেবারে নতুন একটা জুটিকে দিয়ে আবারও সেই পরিবর্তনের ধারায় নিজেদের অবদান রাখতে পারছি।” এই গানের মুক্তি নিয়ে উৎসাহিত তিমির। তিনি বলেন, ” এই গানটি অনেকদিন ধরেই অনেকে গেয়েছেন, আমিও গেয়েছি বহুবার। কিন্তু এই নতুন গানটার সবচেয়ে special বিষয়টা হলো ইপিআর। ওর rap গুলো মিউজিক ভিডিওর চাহিদা অনুযায়ী কখনো মূল গানের কাছে আত্মসমর্পণ করেছে আবার কখনো বিরোধিতা করেছে। এইভাবে কাজ করতে গিয়ে আমার মনে হয়েছে যে আমি যেনো গানের ভেতরের মানেটা আরো ভালোভাবে বুঝতে পারছি। গানটার যে একটা গভীর মনে আছে, সেইটার একটু হলেও বুঝতে পেরেছি বলে মনে হয়েছে।” তিমির আরো বলেন ” এতদিন আমি ইপিআর কে একজন ভালো গায়ক হিসেবে চিনতাম। কিন্তু এই কাজটা করতে গিয়ে আমার, কবি ইপিআর এর সাথে পরিচয় হয়েছে, যে অসাধারণ কবিতা লেখে। “
ইপিআর, তাঁর আর তিমিরের, এই গান তৈরি করতে গিয়ে পরিশ্রমের কথা মনে করে বলেন, “Amara Muzik এর কাছ থেকে আমি কল পাই। ওরা আমাকে জানায় যে ওরা একটা এমন কাজ করতে চাইছে যেখানে ফোক গানের সাথে হিপহপ এর একটা মেলবন্ধন ঘটবে। তো আমি চাইছিলাম আমার তরফ থেকে যেনো বেস্টটা দিতে পারি। বেশ কিছুদিন ধরে উর্দু কাব্য – কবিতা নিয়ে ঘাটাঘাটি করায় আমি চাইছিলাম যে আমি উর্দুতে কিছু একটা লিখি। ফোক গানের ফ্যান আমি অনেকদিন ধরেই। আমি বড়ো হয়েছি ভাটিয়ালি, বাউল গীতি এইসব শুনে। আমার মনে হচ্ছিলো যে সেই গানগুলোর কাছে আমার একটা ঋণ আছে। তারই ফলস্রুতি এই গান।”গানটির মুক্তির সাথে সাথেই বেশ জনপ্রিয় হয়ে উঠেছে সঙ্গীতপ্রেমীদের মধ্যে। গানের মিউজিক ভিডিও দেখতে ক্লিক করুন এই লিংকে: পুরো গানটি শুনতে এই লিংকটিতে ক্লিক করুন