ডিফেন্স

দেশের আকাশকে সুরক্ষা দেওয়ার পাশাপাশি যেকোনো মুহূর্তে বিদেশের আকাশে আক্রমণ করতে পারে ভারতের বায়ুসেনা

নিউজ ডেস্কঃ মেক ইন্ডিয়া নীতিতে একের পর এক যুদ্ধাস্ত্র তৈরি হচ্ছে। ভবিষ্যতে এমন একটা সময় আসবে যখন পৃথিবীর কোনও দেশের উপর ভরসা করতে হবেনা ভারতবর্ষকে। কারন যুদ্ধবিমান থেকে শুরু করে সাবমেরিন এখন সবকিছুই দেশের মাটিতে তৈরি হচ্ছে। বিশেষ করে বিদেশ থেকে তাদের টেকনোলোজি ফুল ট্র্যান্সফার নীতিতে ফলে অসুবিধা হওয়ার কোনও ব্যাপার থাকবেনা, কারন টেকনোলোজি বেশিরভাগই ব্যাটেল প্রুফ। তবে সম্প্রতি আকাশ যুদ্ধে যে ভারতবর্ষ পারদর্শী হয়ে উঠেছে তা বলাই বাহুল্য। কারন আকাশ যুদ্ধের পুরো তৈরি সম্পূর্ণ করেছে ভারতবর্ষ। দেশের আকাশকে সুরক্ষা দেওয়ার পাশাপাশি যেকোনো মুহূর্তে বিদেশের আকাশে আক্রমণ করতে পারে ভারতের বায়ুসেনা।

যুদ্ধবিমান- তেজস

এ্যটাক হেলিকপ্টার- এলসিএইচ

লাইট ট্র্যন্সপোর্ট হেলিকপ্টার- ধ্রুব

মিডিয়াম ট্র্যন্সপোর্ট হেলিকপ্টার- IMRH*

ট্র্যন্সপোর্ট বিমানঃ- নেই

বিভিআর(BEYOND VISUAL RANGE)- অস্ত্র, অস্ত্র ২, অস্ত্র ৩, LFRJ STAR বিভিআর*

এয়ার টু এয়ার মিসাইলঃ(আকাশ থেকে আকাশে হামলা করতে সক্ষম)- অস্ত্র আইআর*

এয়ার টু গ্রাউন্ড গ্লাইডেড মিউনিশানঃ- গৌরব, গৌতম, SAAW, HSLDB

এয়ার টু গ্রাউন্ড মিসাইলঃ(আকাশ থেকে ভূমিতে)- ব্রাহ্মোস, ধ্রুবাস্ত্র, NASM-SR*, নির্ভয়*, LFRJ STAR CM*

জ্যমার পডঃ- ডিআরডিও লো ব্যন্ড জ্যমার পড, ডি-২৯ ইন্টিগ্রেটেড জ্যমার।

টার্গেটিং পডঃ- শিবা*

রেডার ওয়ার্নি রিসিভারঃ- DR-118, তরঙ্গ

মিসাইল এ্যপ্রোচিং এ্যন্ড ওয়ার্নিংঃ- DRDO Pylon MAWS

ফাইটার পাইলট অক্সিজেন সিস্টেমঃ- DRDO OBOGS

ফাইটার ইলেকট্রনিক ওয়ার ফেয়ারঃ- মায়াভি

সফ্টওয়্যার ডিফাইন্ড রেডিওঃ- সফ্টনেট

গ্রাউন্ড রেডারঃ- ইন্দ্র, অনুরাধা, অশ্বিনী, সোর্ডফিশ

ফাইটার রেডারঃ- উত্তম

এ্যওয়াক্সঃ- নেত্রা ১, নেত্রা ২*, এ্যওয়াক্স ইন্ডিয়া*

স্যামঃ- আকাশ ১, আকাশ ১এস, আকাশ এনজি*, কিউআর-স্যাম, এক্সআর স্যাম

সিকারঃ- DRDO প্যসিভ, এ্যক্টিভ ও ওয়াইড ব্যন্ড এসা সিকার

এছাড়াও ইলেক্ট্রনিকস ওয়ারফেয়ার করার জন্য প্রচুর অস্ত্র রয়েছে ভারতবর্ষের হাতে। অতয়েব বুঝতেই পারছেন যে যেকোনো সময় শত্রুপক্ষের মোকাবেলা করতে সক্ষম ভারতবর্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *