ডিফেন্স

রাফালের সবথেকে বড় প্রতিদ্বন্দ্বী ইউরো ফাইটার টাইফুন

নিউজ ডেস্কঃ ইতিমধ্যে পশ্চিমবঙ্গের এয়ারবেসে তিনটি রাফালে নিয়ে দ্বিতীয় স্কোয়াড্রন তৈরি করা হয়েছে রাফালের। পাশাপাশি এই ১০১ তম এয়ারবেসের নামকরন করা হয়েছে ফ্যালকোন। ভবিষ্যতে চীনের বিরুদ্ধে লড়তে বিরাট সংখ্যায় রাফালে এখানে মোতায়েন করে রাখা হবে। কারন ভারতবর্ষের চিকেননেককে সামলাতে হাসিমারা এয়ারবেস ভীষণভাবে গুরুত্বপূর্ণ।

অন্যদিকে চীনের কাছে বর্তমানে সবথেকে বড় হুমকি হল রাফালে। খালি অবস্থায় এর ওজন ১০ টনের থেকে সামান্য একটু বেশি তবে এর পেলোড ক্ষমতা ৯.৫ টন অর্থাৎ এর ওজনের সমান। নিজের সমান ওজন পেলোডে বাইরের হার্ড পয়েন্টে ব্যবহার করতে সাধারণত অন্যকোনও যুদ্ধবিমানে দেখা যায়না। 

রাফালের সবথেকে বড় প্রতিদ্বন্দ্বী ইউরো ফাইটার টাইফুন খালি অবস্থায় ওজন ৯.৫ টন কিন্তু এর বাইরের হার্ড পয়েন্টের ক্ষমতা ৬.৫ টন। অর্থাৎ বুঝতেই পারছেন যে রাফালে কতোটা শক্তিশালী। হিমালয় অঞ্চলে যেখানে বায়ুর ঘনত্ব অনেক কম সেখানে চীনের যুদ্ধবিমান গুলির বিরুদ্ধে অতিরিক্ত সুবিধা পেতে চলেছে এই যুদ্ধবিমানটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *