ডিফেন্স

দেশের ওপর হুমকি। ভবিষ্যতে রাশিয়ার বিমান প্রচুর দেশের আকাশসীমাতে ঢুকতে পারবেনা

নিউজ ডেস্কঃ রাশিয়ার হাতে থাকা বিমান আপগ্রেড করার অভাবে অনেক সময় বিদেশে বিক্রি করে দেয়, কিছু সময় লাভবান ও হয়েছে। আসলে তাদের অর্থনীতির অবস্থা খারাপ হওয়ার কারনে তারা নতুন করে কিছু সার্ভিসে নিয়ে আসছে না। নতুন কোনও টেকনোলোজি রাশিয়া সামনে নিয়ে আসলেও তাদের প্রধান লক্ষ্য থাকে তা বিক্রি করে বিদেশ থকে উপার্জন করা। অন্যদিকে আবার তাদের হাতে থাকা বিমান গুলি যেগুলি আপগ্রেড করছে তা যে অত্যাধুনিক এবং বিধ্বংসী হয়ে উঠছে তা বলাই বাহুল্য। তবে সম্প্রতি রাশিয়া তাদের ট্রান্সপোর্ট বিমানে এমন এক টেকনোলোজি সিস্টেম ইন্সটল করেছে যা বিতর্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে। 

রাশিয়ার নতুন আইএল-৭৬ হেভি ট্র্যন্সপোর্ট বিমানে ইলেকট্রো অপটিক্যল টার্গেটিং সিস্টেম ( EOTS) যোগ করেছে। এর ফলে এটি অনেক দুর থেকেও ইনফ্রারেড স্পেকট্রামে নজরদারি চালাতে সক্ষম, অর্থাৎ গোয়েন্দাগিরির কাজে ব্যবহৃত করা হয়। তবে এটা একটা অবাক করার মতো সিদ্ধান্ত। কারন মিলিটারি ট্র্যন্সপোর্ট বিমান অনেক সময়ই বাইরের দেশের আকাশসীমা দিয়ে যায়। অন্যদেশ কেন রাশিয়ার এই বিমানকে নিজের দেশে ঢুকতে দেবে? যখন এমন নজরদারি করার সেন্সর লাগানো রয়েছে। এটা তাদের দেশের ওপর হুমকি হবে। অতয়েব ভবিষ্যতে রাশিয়ার এই বিমান গুলি যে প্রচুর দেশের আকাশসীমাতে ঢুকতে পারবেনা তা বলাই বাহুল্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *