ডিফেন্স

ট্রাম্পের কারনেই বিরাটভাবে সমস্যায় পরেছে পাকিস্তানের বিমানবাহিনী

নিউজ ডেস্কঃ পাকিস্তানের পাশ থেকে আমেরিকা সরে যাওয়াতে ভারতবর্ষের কতোটা লাভ হয়েছে সে বলে বোঝানো বেশ মুশকিল। তবে ইমরান সরকার যে বিরাট বিপদে পরেছে তা বলাই বাহুল্য। কারন পাকিস্তানের সার্ভিসে থাকা অনেক যুদ্ধবিমান থেকে শুরু করে হেলিকপ্টারের পার্টস বিক্রি করা আমেরিকা বন্ধ করে দিয়েছে। আর তাতেই বিরাট সমস্যার সম্মুখীন হচ্ছে পাকিস্তান। এই কারনে বর্তমানে পাকিস্তানের প্রচুর যুদ্ধবিমান থেকে শুরু করে হেলিকপ্টার গ্রাউন্ডেড। সেগুলিকে আর আপডেট বা আপগ্রেড করা সম্ভব হচ্ছেনা।

ভারতীয় বিমানবাহিনী নিজের ২২টি এ্যপাচীর জন্য ১৩৫৪টি এজিএম-১১৪ হেলফায়ার এ্যন্টি ট্যাঙ্ক মিসাইল ক্রয় করেছে। যে এযাবৎ কালের অন্যতম সেরা মিসাইল। তবে বিরাটভাবে সমস্যায় রয়েছে পাকিস্তান।পাকিস্তানের জন্যেও তৎকালীন ওবামা প্রশাসন ১০০০ হেলফায়ারের সম্মতি দিয়েছিল।কিন্তু তারপর ট্রাম্প এসে এই মিসাইল সহ এএইচ-১জেড কোবরা হেলির চুক্তি বাতিল করে। ফলে বিরাটভাবে সমস্যায় পরেছে পাকিস্তানের বিমানবাহিনী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *