ডিফেন্স

দিনে এবং রাতে শত্রু পক্ষকে জবাব দিতে তৈরি দেশীয় প্রযুক্তির যুদ্ধাস্ত্র

নিউজ ডেস্কঃ ভারতবর্ষের দেশীয় কোম্পানি গুলি আসতে আসতে যে বেশ ভালোই উন্নতি করেছে তা বলাই বাহুল্য। কারন এখন প্রচুর পরিমাণে দেশীয় প্রযুক্তির জিনিস বিদেশে রপ্তানি করছে ভারতবর্ষ। বিশেষত সরকারি এবং প্রাইভেট সংস্থা গুলির যুক্তভাবে কাজ করার ফলে যে বিশেষভাবে উন্নতি হচ্ছে ডিফেন্স সেক্টরে তা চোখে পড়ার মতো।

OFB BEML 155 মিমি 52 কালিবার মাউন্টেড গান সিস্টেম। আর্মি ইন্ডাস্ট্রি অর্ডিন্যান্স ফ্যাক্টরী বোর্ড ও ভারত আর্থ মুভার্স লিমিটেড 2018 সালের ডিফেন্স এক্সপো তে এটি প্রদর্শন করা হয়েছিল।

হাই মোবিলিটি BEML tatra 8×8 ট্রাক এর বেস ভিহিকেল, ইলেকট্রনিক ব্যাবস্থা BEL ভারত ইলেকট্রনিক্স লিমিটেড, দিন এবং রাতে ফায়ারিং ব্যাবস্থা। অত্যাধুনিক লেইয়ং আর সাইটিং বাবস্থ্যা GPS সমেত ,সঙ্গে INS ইন্টারনাল নেভিগেশন সিস্টেম ।

একটি 300 কিলো ওয়াট (402 HP) ইঞ্জিন ট্রাক এর শক্তি জোগান দেয়। ইন্ডিপেন্ডেন্ট হুইল সাসপেনশন সুইঙ্গিং হাফ এক্সেল ক্রস কান্ট্রি কভার করতে । পুরো ট্যাংক তেল ভরে এটা টানা 1000 কিমি পাড়ি দিতে সক্ষম। কংক্রিট রাস্তায় এর গতি 80 কিমি/ ঘন্টা ,আর ক্রস কান্ট্রি 30 কিমি / ,ঘন্টা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *