ইতালির যুদ্ধবিমানের কাছে পরাস্ত আমেরিকার অত্যাধুনিক এফ ৩৫ যুদ্ধবিমান। কেন? আমেরিকার যুদ্ধবিমান গুলিতে সমস্যা কোথায়?
নিউজ ডেস্কঃ আমেরিকার হাতে থাকা যুদ্ধবিমান গুলি যে বিরাট বিধ্বংসী তা আর নতুন করে কিছু বলার নেই। তাদের যুদ্ধবিমান ব্যবহার করে পৃথিবীতে এমন দেশের সংখ্যা ৫০ এর উপর। তবে তাদের হাতে থাকা যুদ্ধবিমান গুলির ভার্সন রপ্তানি করা ভার্সনের থেকে অনেক উন্নত। অর্থাৎ বিদেশে বিক্রি করা যুদ্ধবিমান গুলি আমেরিকা অনেকটাই লো ভার্সন বিক্রি করে থাকে।
আমেরিকার অত্যাধুনিক যুদ্ধবিমান F-35 ট্রেনিং ব্যাটেলে পরাস্ত হয়েছে M-346 ট্রেনিং যুদ্ধবিমানের কাছে।
আসলে ইটালির বায়ুসেনা তাদের F-35(আমেরিকার থেকে ক্রয় করা) ও ইটালির M-346 কমব্যাট ট্রেনিং এয়ারক্রাফটের মধ্যে এয়ার টু এয়ার কমব্যাট ট্রেনিং এক্সারসাইজ চলছিল।
সেইসময় F-35 দুবার স্টেলথ মোড অন করে M-346 এর কাছে আসার চেষ্টা করে কিন্তু দুবারই M-346 রেডার লক করে F-35 কে এবং ফলস মিসাইল ফায়ার করে টার্গেট কে ধ্বংস করে।অর্থাৎ বুঝতেই পারছেন যে আমেরিকার বিক্রি করা ভার্সনের ব্যাপারে একটা প্রশ্ন থেকেই যায়।
পাশাপাশি ম্যানুভারবিলিটি তেও M-346 এর কাছে পরাস্ত হয় F-35। লকহিড মার্টিন এব্যাপারে কোন মন্তব্য করে নি যদিও সব দেশই রপ্তানি করা বিমান গুলিকে ডাউনগ্রেডেড দেয়। কিছুমাস আগে বাল্টিক সাগরে রাশিয়ান এয়ারফোর্স এর TU-95 বোম্বারের প্রটেকশনে SU-30, SU-35 পাঠায় যা ইটালির এয়ারফোর্স এর পাঠানো F-35 কে ইন্টারসেপ্ট করে।