ডিফেন্স

চীন, পাকিস্তানের জাহাজের উপর বহু দূর থেকে নজর রাখতে আসছে অত্যাধুনিক টেকনোলোজি। কত টাকা খরচ করা হচ্ছে জানেন?

নিউজ ডেস্কঃ চীনের সাথে সংঘাতের পর জলসীমার উপর বিশেষভাবে নজর দেওয়া হচ্ছে। কারন দক্ষিণ চীন সাগরে চীনকে চাপে রাখতে জাপান, আমেরিকার সাথে হাত মিলিয়েছে অস্ট্রেলিয়া। এবার নিজেদের হাত আরও মজবুত করতে জল সীমার উপর বিশেষ নজর দিচ্ছে ভারতের সেনাবাহিনী।

সমুদ্রে নজরদারি বাড়ানোর জন্য  ভারতীয় নৌবাহিনী ‘ফাস্ট-ট্র্যাক’ প্রসেসে দশ টি লংরেঞ্জ ‘শীপবোর্ন আনম্যান্ড এরিয়াল ভেহিকেল’ ক্রয় করা হচ্ছে। দশটি এই ধরনের এরিয়াল ভেহিকেলের জন্য নৌবাহিনী খরচ করবে প্রায় ₹১,২৪০ কোটি টাকা।

এই আনম্যান্ড এয়ারক্রাফ্ট গুলিকে নৌবাহিনীর বড় ডেসট্রয়ার ও ফ্রীগেট থেকে পরিচালিত করা হবে। এর ফলে সমুদ্রে যুদ্ধ জাহাজ থেকেই শত্রুর ওপরে অনেক দূর থেকে বিশেষভাবে নজরদারি রাখা আরও ভালোভাবে সম্ভব হয়ে উঠবে।

এছাড়াও নৌবাহিনীর জন্য আমেরিকা থেকে আলাদা ভাবে ফিক্সড-উইং লংরেঞ্জ সারভিল্যান্স ড্রোন ‘সী-গার্ডিয়ান’ কেনার ব্যাপারে আলোচনা চালানো হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *