ডিফেন্স

চীনকে চাপে রাখতে আমেরিকা থেকে বিধ্বংসী যুদ্ধবিমান ক্রয় করছে জাপান। কত গুলি যুদ্ধবিমান ক্রয় করছে তারা?

নিউজ ডেস্কঃ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে জাপান এবং আমেরিকার বন্ধুত্ব চোখে পরার মতো। একাধিক যুদ্ধাস্ত্র থেকে শুরু করে বিদেশনীতির ক্ষেত্রে জাপানের পাশে দাঁড়িয়েছে আমেরিকা। পাশাপাশি একাধিক আমেরিকান যুদ্ধাস্ত্র এখন জাপানে তৈরি হচ্ছে। কিছুদিন আগে করোনার কারনে এফ ৩৫ র প্রডাকশান বন্ধ হয়ে গিয়েছিল জাপানে।

মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট জাপান কে ১০৫ টি F-35 বিক্রির অনুমতি দিয়েছে বেশ কয়েকমাস আগে। বর্তমানে এই অত্যাধুনিক চতুর্থ প্রজন্মের বিমান নজর কেড়েছে গোটা বিশ্বের। অত্যাধুনিক স্টেলথ সক্ষমতার কারনে বেশ জনপ্রিয়তা লাভ করেছে এই বিমান। সেই কারনেই জাপান এবার ১৫০ টি এই বিমান ক্রয় করতে চলেছে। মোট চুক্তি মূল্য ২৩.১১ বিলিয়ন ডলার। যার মধ্যে রয়েছে ৬৩ টি F-35 A , ৪২ টি F-35 B, প্র্যাট এবং হুইটনি এফ 135 ইঞ্জিন ১১০ টি, ইলেকট্রিক ওয়ার ফেয়ার সিস্টেম, কমান্ড, কনট্রোল ও কমিউনিকেশন সিস্টেম সহ অন্যান্য ইক্যুইপমেন্ট। এক একটা F-35 এর দাম পড়েছে ২২০ মিলিয়ন ডলার করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *