ডিফেন্স

ইন্টারনেট ব্যবস্থায় বিপ্লব আসবে ভারতবর্ষে

নিউজ ডেস্কঃ ভারতবর্ষে ইন্টারনেট ব্যবস্থার পরিবর্তনের জন্য একাধিক প্রচেষ্টা চালাচ্ছে কেন্দ্রীয় সরকার। ইতিমধ্যে লাদাখে হাইস্পিড ইন্টারনেট ব্যবস্থা দেওয়ার জন্য একটি নতুন চেষ্টা করা হয়েছে। ২০২১ এ ই ইন্টারনেট কানেকশানে আরও গতি আনতে স্পেশএক্স তাদের “স্টার লিংক” ইন্টারনেটে কানেকশন ২০২১ এ ভারতে নিয়ে আসতে চলেছে।

হাইস্পিড ব্রডব্যান্ড কানেকশনে রেভোলিউশন আনতে চলেছে এই স্টারলিংক। গত সেপ্টেম্বরে স্পেশএক্স ৬০ টি স্যাটেলাইট পাঠায়। এই নিয়ে তারা মোট ৭০০ টি স্যাটেলাইট পৃথিবীর কক্ষপথে পাঠিয়েছে। গোটা পৃথিবী জুড়ে হাইস্পিড ইন্টারনেট কানেকশন দেওয়ার জন্য স্পেসএক্স ১২০০০ স্যাটেলাইট পাঠানোর লক্ষ্য নিয়েছে। স্টারলিংকের স্পিড হবে ১০০-১৫০ mbps। এই মহূর্তে আমেরিকা তে স্টার লিংকের কিটের খরচ ৪৯৯ ডলার এবং মাসিক ৯৯ ডলার চার্জ। তবে ভারতের মার্কেটে দাম কম হবে বলে মত বিশেষজ্ঞদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *