ডিফেন্স

দেশের মানুষকে অক্সিজেন দিয়ে সাহায্য করতে এগিয়ে এল বায়ুসেনা

নিউজ ডেস্কঃ দেশের খারাপ সময় দেশকে বাঁচাতে যে শেষ পর্যন্ত সেনাবাহিনীকে সাহায্য করতে হয় তা হয়ত আর নতুন করে কিছু বলার নেই। একাধিক প্রাকৃতিক দুর্যোগ থেকে শুরু করে মহামারীর সময় পাওয়া গেছে সেনাবাহিনীকে। ভারতের নৌসেনা থেকে শুর করে বায়ুসেনার অবদান সত্যি অনস্বীকার্য।

এবার বায়ুসেনা সাহায্য করল অক্সিজেন দিয়ে। অর্থাৎ অক্সিজেন জেনারেটিং সিস্টেম। দেশীয় প্রযুক্তির যুদ্ধবিমান তেজাসের এক বিশেষ ক্ষমতা হল অনবোর্ড অক্সিজেন জেনারেটিং সিস্টেম।

হ্যল তেজসের জন্য ডিআরডিও এর তৈরি অনবোর্ড অক্সিজেন জেনেরেটিং সিস্টেম এর প্রযুক্তির ওপর ভিত্তি করে তৈরি অক্সিজেন জেনেরেটিং প্ল্যান্ট পৌঁছে গেল এবার এইমস এবং আরএমএল হসপিটাল দিল্লীতে। অক্সিজেন প্রোডাক্সান শুরু হয়ে গেছে ইতিমধ্যে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *