ডিফেন্স

মিসাইলের আঘাতে ছিন্নভিন্ন। অবসর প্রাপ্ত যুদ্ধজাহাজকে ধ্বংস করে পরীক্ষা নৌসেনার

নিউজ ডেস্কঃ ভারতবর্ষের হাতে যে একাধিক বিধ্বংসী অস্ত্র আসছে তা কার্যত পরিষ্কার হয়েগেছে। পাশাপাশি নৌবাহিনীর হাতেও প্রচুর পরিমাণে বিধ্বংসী মিসাইল আসতে চলেছে। আর বেশিরভাগ ক্ষেত্রে এর ট্রায়াল সম্পূর্ণ হয়েছে।

নৌবাহিনীতে লাইভ ফায়ারিং করা হয়েছে। একটি কোরা ক্লাস কর্ভেটের “লিড শিপ” আইএনএস কোরা কেএইচ-৩৫ উড়ান বা সুইচব্লেড এ্যন্টিশিপ ক্রুজ মিসাইল ফায়ার করা হয়। যার রেঞ্জ ১৩০কিমি। প্রায় সম্পূর্ন রেঞ্জ কভার করে নৌবাহিনীর এই কর্ভেটের এ্যন্টিশিপ মিসাইল।

টার্গেট ছিল ডিকমিশন্ড(অবসরপ্রাপ্ত) মাইনসুইপার আইএনএস কান্নানোড়ে। একটি মিসাইলের আঘাতে ছিন্নভিন্ন হয়ে যায় সেটি। এই উড়ান বা সুইচব্লেড মিসাইলটি হারপুনের রাশিয়ান কাউন্টার পার্ট। সাবসনিক কিন্তু সমুদ্রেের ক্ষেত্রে এটি বেশ পারদর্শী। বেশ কয়েকদিনে এই নিয়ে দ্বিতীয় বার এই মিসাইল ফায়ার করা হল। আগের বার আইএনএস প্রবাল এই মিসাইল ফায়ার করে একটি গোদাবরি ক্লাস ফ্রিগেটকে আরব সাগরে ডুবিয়ে দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *