ভারতের বিরুদ্ধে লড়তে তুরস্কের থেকে ড্রোন ক্রয় করছে পাকিস্তান
নিউজ ডেস্কঃ আর্মেনিয়া এবং আজারবাইজানের যুদ্ধে তুরস্ক এবং পাকিস্তান এক বিরাট ভূমিকা পালন করেছে। বিশেষ করে আর্মেনিয়ার বিরুদ্ধে আজারবাইজানের এই যুদ্ধে তুরস্কের টিবি ২ ড্রোন এক বিরাট ভূমিকা পালন করেছে। তবে অনেকেই হয়ত জানেনা যে তুরস্কের এই ড্রোন নিজেদের বলে তারা দাবি করলেও ড্রোনের একটা বিরাট অংশ আসে অন্যান্য দেশ থেকে।
এর একাধিক গুরুত্বপূর্ণ অংশ আসে আমেরিকা, ইংল্যান্ড, পোল্যান্ড, ফ্রান্স এবং কানাডা থেকে। সম্প্রতি একাধিক ঝামেলায় জড়িয়েছে তুরস্ক, আর সেই কারনে বিরাট অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে তাদের। আর এই ঝামেলার কারনে আমেরিকা, কানাডা এবং ফ্রান্স এই ড্রোনের পার্টস সরবরাহ বন্ধ করে দিয়েছে। বাধ্য হয়ে তুরস্ক এখন এই ড্রোনের ইন্জিন ইউক্রেনের থেকে ক্রয় করার জন্য কথাবার্তা চালাচ্ছে। পাশাপাশি এই ড্রোনের বেশ কিছু পার্টস তারা নিজেরাও তৈরি করার চেষ্টা করছে। আর সেই কারনে আপাতত এই ড্রোনের ক্ষমতা আগের মতো নেই। উল্লেখ্য ভারতবর্ষের বিরুদ্ধে লড়তে এই ড্রোন পাকিস্তান ক্রয় করতে চাইছে।