ডিফেন্স

১৫০ টি টার্গেটকে শনাক্ত করবে। আসছে বিশেষ টেকনোলোজি

নিউজ ডেস্কঃ চীনের বিরুদ্ধে লড়তে ভারতবর্ষ সবথেকে বেশি সুবিধা পাবে আর সেই কারনে জলপথে একাধিক স্ট্রাটেজি নিচ্ছে নৌবাহিনী। জলপথে ভারতবর্ষ বিরাটভাবে শক্তি বাড়াচ্ছে। আর সেই কারনে একাধিক যুদ্ধজাহাজ থেকে শুরু করে সাবমেরিনে অত্যাধুনিক টেকনোলোজি ইন্সটল করা হচ্ছে।

ভারতীয় সেনার কামোর্তা ক্লাস অ্যন্টিসাবমেরিন ওয়ার ফেয়ার স্টেলথ করভেট আইএনএস কামোর্তা। একাধিক দেশীয় টেকনোলোজি ইতিমধ্যে ইন্সটল করা হয়েছে এই করভেটে।

করভেটে থাকা এই বিশেষ রেডারটি ডিআরডিও এর তৈরি 3D সারভিলেন্স রেডার “রেভতি”.

বিশেষ এই রেডারটি একইসাথে ১৫০ টি টার্গেট কে শনাক্ত করতে সক্ষম, সাথে এতে IFF (Identification of friend or foe) টেকনোলজি রয়েছে।

বিশেষ এই করভেটের তিনটে অ্যান্টেনার রোটেশন রেট ৬, ১২, ২৪ Rpms

করভেটটির রেডারে ECCM বা ইলেকট্রনিক কাউন্টার- কাউন্টার মেজার টেকনোলজি ও রয়েছে।

এর শনাক্তকরণ ক্ষমতা ২২০ কিমি, তবে এটির সী সারফেস টার্গেট ৮০ কিমি, এয়ার টার্গেট ১৫০ কিমি এবং সী স্কিমিং মিসাইল টার্গেট ৪০ কিমি।

হাইট বা সর্বচ্চ উচ্চতা কভারেজ দিতে সক্ষম ৩০ মিটার থেকে ১৮ কিমি।

এখনও পর্যন্ত ৫ টি রেডার তৈরি করা হয়েছে যা ভারতীয় নৌসেনাতে রয়েছে।

দেশের মাটিতেই তৈরি হচ্ছে এই বিশেষ রেডার। গাজিয়াবাদে ভারত ইলেকট্রনিক লিমিটেড এগুলো তৈরি করছে।

রেডারটির এয়ারফোর্স ভার্সন এর নাম “রোহিনী”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *