আন্তর্জাতিকডিফেন্সদেশ

অত্যাধুনিক ক্ষমতা যুদ্ধ। ভারতবর্ষের রাফালে থেকে করা যাবে এবার পরমানু হামলাও। এক ঝলকে দেখুন এর অত্যাধুনিক ১০ ক্ষমতা

নিউজ ডেস্কঃ রাফালে আসার পর ভারতবর্ষের বায়ুসেনার ক্ষমতা একলাফে অনেকটা বেড়ে গেছে তা বলাই বাহুল্য। তবে বাকিদেশ গুলির হাতে থাকা রাফালের থেকে যে ভারতের রাফালে অনেকবেশি শক্তিশালি এবং বিধ্বংসী তা একাধিক সমীক্ষায় উঠে এসেছে। তবে এই রাফালে আরও বেশি শক্তিশালি হয়ে উঠবে ২০২৩ সালের মধ্যে। কারন আরও ১৩ টি আপগ্রেডেশান হবে এই রাফালের। কি কি আপগ্রেডেশান করা হবে এই রাফালের?

এক ঝলকে দেখে নিন

নিউক্লিয়ার স্ট্রাইকঃ- পরমাণু আক্রমনের ক্ষেত্রে। ১২৫০লিটারের দুটি ড্রপ ট্যাঙ্ক + ১টি পরমাণু মিসাইল (Nirbhay) + ৪টি মিকা আরএফ + ২টি মিকা আইআর

এয়ার ডিফেন্সঃ- যখন শত্রুপক্ষের মধ্যে ঢুকে স্ট্রাইক ফ্লিটকে শত্রুপক্ষের এয়ারক্রাফটের থেকে সূরক্ষা দিতে হয়। এক্ষেত্রে ৩টি ১২৫০লিটারের ড্রপ ট্যঙ্ক + ৪টি মিকা আরএফ + ২টি মিকা-আইআর

ইন্টার্সেপ্সানঃ- শত্রুপক্ষের ফাইটার দেশে ঢুকলে ইন্টার্সেপ্ট করার জন্য। ১টি ১২৫০লিটারের ড্রপট্যাঙ্ক + ৪টি মিকা আরএফ + ২টি মিকা আইআর।

এয়ার সুপেরিয়রিটিঃ- শত্রুপক্ষের ফাইটার ফ্লিট আক্রান্ত করার জন্য আর শত্রুর এয়ারস্পেশে নিজের ডিমন্যন্স তৈরি করতে। ২টি ১২৫০লি ড্রপ ট্যাঙ্ক + ১০টি মিকা

এ্যন্টিশিপঃ- শত্রুর জাহাজ ধ্বংস করার মিশন। দুটি ১২৫০লিট ড্রপ ট্যঙ্ক + ১টি এ্যন্ট শিপ মিসাইল (এক্সসিট বা ব্রাহ্মোস) + ৪টি মিকা আরএফ + ২টি মিকা আইআর

ক্লোজ এয়ারসাপোর্ট (প্রথম কনফিগারেশান)ঃ- গ্রাউন্ডে থাকা সেনাবাহিনীকে সহায়তা করতে শত্রুর সেনার ওপর বোম্বিং। ৩টি ১২৫০লি ড্রপ ট্যাঙ্ক + ৬টি জিবিইউ-১২ + ১টি টার্গেটিং পড + দুটি মিকা আরএফ + ২টি মিকা আইআর

কনফিগারেশান ২ঃ- দুটি ১২৫০লিটার ড্রপ ট্যাগ ট্যাঙ্ক + ১টি টার্গেটিং পড + ৩টি জিবিইউ-১০ + ২টি মিকা আরএফ + ২টি মিকা আইআর

কনফিগারেশান ৩ঃ- দুটি ২০০০লিটার ড্রপ ট্যাঙ্ক + ৬টি হ্যমার + ২টি মিকা আরএফ + ২টি মিকা আইআর

স্ট্যন্ড অফ স্ট্রাইকঃ- শত্রুর ভিতর অনেক দুর থেকে আঘাত করার জন্য। ৩টি ২০০০লি ড্রপ ট্যাঙ্ক + ২টি স্ক্যল্প + ২টি মিকা আইআর + ২টি মিকা আরএফ

পিনপয়েন্ট স্ট্রাইকঃ- শত্রুর অভ্যন্তরে একটি বিশেষ কিছু ধ্বংস করতে। যেমন বালাকোট।

৩টি ২০০০লিটার ড্রপ ট্যাঙ্ক + ৩টি জিবিইউ ২৪ + ১টি টার্গেটিং পড + ২টি মিকা আরএফ + ২টি মিকা আইআর।

(প্রয়োজনে মিকার জায়গায় মিটিওর বহন করা সম্ভব)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *