রাজ্য

তৃণমূলের হয়ে ভোটে দাঁড়ানো সায়নী ঘোষ অভিনয়ের জন্য কি কি পুরস্কার পেয়েছেন জানেন?

নিউজ ডেস্কঃ ২০২১ সালে বিধানসভার নির্বাচনে তৃণমূল কংগ্রেসে একের পর এক টলিতারকারা যোগ দিয়েছেন। এই টলিতারকাদের মধ্যে একজন হলেন আমাদের সুপরিচিত এবং জনপ্রিয় অভিনেত্রী সায়নী ঘোষ।যিনি কিছুদিন আগে সাহাগঞ্জের সভায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে দলের পতাকা তুলে নিয়েছিলেন।তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তিনি আসানসোল দক্ষিনে প্রার্থী হিসাবে নির্বাচিত হয়েছেন।এই পরিচিত নায়কাটির টলিউড ইন্ডাস্ট্রিতে পথ চলা শুরু হয়েছিল ২০১০ সাল থেকে।এই অভিনেত্রী তার অভিনয় দিয়ে মানুষের মনে জায়গা করে নিয়েছিলেন।তিনি একের পর এক ছবিতে অভিনয় করে খ্যাতির শিকড়ে পৌঁচ্ছে। সায়নী ২০১০ সালে প্রথম ছবি ছিল ‘নটবর নট আউট’।এই ছবিতে তার সাথে সহ শিল্পীরা ছিলেন রাইমা সেন, খরাজ মুখোপাধ্যায়, মীর আফসার আলি ইত্যাদি অভিনেতা অভিনেত্রীরা।

এরপর থেকে ২০১১ সালে রাজ চক্রবর্তীর পরিচালিত ‘শত্রু’, ২০১৩ সালে ‘কানামাছি’ ‘অলীখ সুখ’ ‘অন্তরাল’ ‘আগুন’, ২০১৪ সালে ‘গল্প হলেও সত্যি’ ‘পুনশ্চ ‘ ‘অরণ্যদেব’ ইত্যাদি ছবিতে তাকে দেখা গিয়েছে।এখানেই শেষ নয় এরপরেও আরও অনেক ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছে যেমন- ২০১৫  সালে ‘একলা চলো ‘ ‘ বোধন’ ‘হাসিতে হাসিওনা’ ‘রাজকাহিনী’ ইত্যাদি ছবিতে এবং ২০১৬ সালে ‘অন্দর কাহিনী’ ‘কিছু না বলা কথা’ ‘আমার শহর’ ইত্যাদি ছবিতে।এরপরেও ২০১৮, ২০১৯ সালেও বেশ অনেকগুলি ছবিতে তাকে অভিনয় করতে দেখা গিয়েছে।সায়নী ঘোষ অভিনেত্রীর পাশাপাশিও খুব ভাল গায়িকাও।তিনি ২০১০ সালে TTIS Best Actor Award , ২০১২ সালে Mirchi Music Award Bangla  ইত্যাদি পুরষ্কার পেয়েছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *