তুষার কাপুরের উপস্থিতিতে ডাইভার্সিটি ফ্যাশন উইকের জমজমাট ফাইনাল
নিউজ ডেস্কঃ পিএমই লেসার প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনায় মিস, মিস্টার এবং মিসেস ইন্ডিয়া ডাইভার্সিটি ফ্যাশন উইক ২০২১ এর ফাইনাল অনুষ্ঠিত হল কলকাতার একটি পাঁচতারা হোটেলে। ফাইনালের মূল আকর্ষণ ছিল সেলিব্রিটি গেস্ট বলিউড স্টার তুষার কাপুরের উপস্থিতি। এছাড়া ছিলেন বেঙ্গল অ্যাম্বাসাডর ঐন্দ্রিলা দে সরকার। পুরো অনুষ্ঠানটি খুব সুন্দরভাবে সঞ্চালনা করেন সকলের প্রিয় আমন ভার্মা। এরকম একটা সুন্দর ফ্যাশনের অনুষ্ঠান করতে পেরে উচ্ছ্বসিত প্রিয়ম রায়। তিনি জানিয়েছিলেন ফাইনালে আমন ভার্মা ও তুষার কাপুরের উপস্থিতি পুরো অনুষ্ঠানটা আরো রঙিন করে তুলেছিল।
তুষার কাপুর সকল প্রতিযোগীদের অনেক শুভেচ্ছা জানিয়েছেন । তিনি আরো বলেন জীবনটা অনেক বড়। সবাইকে লড়াই করতে করতে। যারা এখানে পারফরম্যান্স করেছে তারা আগামী দিনে আরো ভালো লড়াই করে যেন অনেক দূর যেতে পারে।