ক্রুজ মিসাইল নির্মাণের জন্য চীনকে সাথে নিয়েও ব্যর্থ পাকিস্তান। তবে বাড়াতে চলেছে তাদের মিসাইলের রেঞ্জ
নিউজ ডেস্কঃ পাকিস্তান যে চীনের সাহায্য ছাড়া এক পা চলতে পারে না তা একাধিকবার প্রমান হয়েছে। বিশেষ করে তাদের ডিফেন্সের ক্ষেত্রে এখন চীনা জিনিস পত্রের ছড়াছড়ি। চীন যেকোনো পরিস্থিতিতেই এখন পাকিস্তানকে সাহায্য করে থাকে।
২০২০ তে মার্চ মাসের শেষের দিকে পাকিস্তানের বাবর ২ ক্রুজ মিসাইল টেস্ট ব্যর্থ হয়। এই বাবর ২ একটি গ্রাউন্ড লঞ্চড ক্রুজ মিসাইল যার রেঞ্জ ৭৫০ কিমি। গত মার্চ বলুচিস্তান এর একটি টেস্ট রেঞ্জ থেকে পাকিস্তান এটির ফায়ারিং করে কিন্তু ২ মিনিটে ১৯ কিমি যাওয়ার পরেই এটি ধ্বংস হয়ে যায়। এই নিয়ে এই বাবর ২ সাবসনিক মিসাইল টি পরপর দুবার ব্যর্থ হলে গত ১০ এপ্রিল ২০১৮ তেও এর টেস্ট ফেল হয়। পাকিস্তান চীনের সাহায্যে এই মিসাইল ডেভলপমেন্ট এর চেষ্টা করছে। এই বাবর ২ টেস্টের আগে পাকিস্তানের একদল বিজ্ঞানী চীনে গিয়েছিল। তবে পাকিস্তান দাবি করে তাদের এই পরীক্ষা সফল হয়েছে।