আরও এক নতুন যুদ্ধবিমান তৈরির পথে ভারতবর্ষ। ষ্টীল কাটা শুরু
নিউজ ডেস্কঃ ভারতের হাতে একের পর এক বিধ্বংসী যুদ্ধবিমান আসতে চলেছে। বিশেষ করে এই দশক যে বায়ুসেনার জন্য স্পেশাল হতে চলেছে তা বলাই বাহুল্য। কারন রাফালের মতো যুদ্ধবিমান থেকে শুরু করে তেজাসের মতো দেশীয় প্রযুক্তির যুদ্ধবিমান ভারতের বায়ুসেনার হাতে আসবে। তেজাসের মার্ক ১ এর কাজের পাশাপাশি তেজাস মার্ক ২ এর ও কাজ শুরু হয়ে গেল।
তেজসের ডিজাইনার সংস্থা এ্যরিনটিক্স ডেভেলপমেন্ট এজেন্সির ডাইরেক্টর ডঃ গিরিশ জানিয়েছেন তেজস মার্ক-২ মিডিয়াম ওয়েট ফাইটার এর প্রোটোটাইপ নির্মানের প্রাথমিক স্টিল কাটিং প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে। আগস্ট ২০২২ এ প্রথম প্রোটোটাইপ তৈরি হয়ে যাবে। গ্রাউন্ড টেস্টিং করে ২০২৩ এর আগস্ট মাসেই প্রথম ফ্লাইট টেস্টিং সম্পন্ন হবে। হ্যলের টাইম লাইনকে সমর্থন জানিয়ে ইন্ডাক্সান ২০২৫-২৬ এ হবে বলে জানানো হয়েছে। তেজাস মার্ক ১ এর থেকে মার্ক ২ যে অত্যাধুনিক এবং বিরাট বিধ্বংসী হতে চলেছে তা বলাই বাহুল্য।