ডিফেন্স

ভারতবর্ষে আরও অত্যধুনিক হেলিকপ্টার দিতে প্রস্তুত ফ্রান্স। কত টাকার চুক্তি করতে চায় তারা?

নিউজ ডেস্কঃ ভারতের হাতে রাফালের আসার পর যে ভারতের বায়ুসেনার ক্ষমতা বৃদ্ধি পেয়েছে তা বলাই বাহুল্য। আর সেই কারন বশত চীন এবং পাকিস্তান ব্যাকফুটে রয়েছে। ইতিমধ্যে পাকিস্তান চীনের থেকে অত্যাধুনিক জে এফ ১৭ এর উন্নত ভার্শন ক্রয় করার জন্য চুক্তি প্রক্রিয়া শুরু করে দিয়েছে। কারন ভারতের রাফালের সাথে টেক্কা দেওয়ার ক্ষমতা পাকিস্তানের নেই পাশাপাশি চীনের বিরুদ্ধেও লাদাখে রাফালেকে ব্যবহার করা হতে পারে।

ফ্রান্স মিডিয়ার রিপোর্ট অনুযায়ী ফ্রান্স প্রেসিডেন্টের অফিস থেকে ডিপ্লোমেটিক ভাবে ভারতের সাথে ৫ বিলিয়ন ইউরো মূল্যের (যদিও এটা প্রাথমিক মূল্য) একটি একটি ডিফেন্স চুক্তি করার ব্যাপক চেষ্টা করা হচ্ছে। এই চুক্তিতে রয়েছে ৩৬ টি আরও রাফায়েল, ৬ টি এয়ারবাস A-330 MRTT এবং ১০০+ বিধ্বংসী প্যান্থার হেলিকপ্টার। ফ্রান্সের সবচেয়ে বড় এরোস্পেস পাবলিকেশন “Air & Cosmos” এই খবর নিশ্চিত করেছে। আর ভারতকে যে রাফালে গুলি ফ্রান্স অফার করেছে তা হল অত্যাধুনিক এফ ৪ ভার্সনের, বর্তমানে ভারতের হাতে রয়েছে এফ ভার্সনের রাফালে জেট। অর্থাৎবুঝতেই পারছেন যে এই চুক্তি হলে ভারতের হাতে কিরকম মানের অত্যাধুনিক যুদ্ধবিমান আসবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *