ডিফেন্স

লাদাখের উত্তেজনার আমেরিকান হেলিকপ্টারে ইসরায়েলের টেকনোলোজি ইন্সটল। আরও বিধ্বংসী করে তোলা হল এই হেলিকপ্টারটি-কে

নিউজ ডেস্কঃ লাদাখে অশান্তিতে ভারতবর্ষ সবথেকে বেশি ব্যবহার করেছিল আমেরিকান যুদ্ধাস্ত্র গুলিকে। বিশেষ করে আমেরিকার হেলিকপ্টার বিরাট ভাবে ব্যবহার করা হয়েছিল। আমেরিকার আপাচে হেলিকপ্টারটি রয়েছে ভারতীয় সেনাবাহিনীতে। আর এই আট্যাক হেলিকপ্টার  AH-64E গার্ডিয়ান এ PAWS-2 মিসাইল অ্যপ্রোচ ওয়ারনিং সিস্টেম ব্যবহার করা হয়।

এই PAWS-2 ইসরাইলের এলবিট সিস্টেম এরই একটি সাবকোম্পানি ইলিসরা এর তৈরি। BAE সিস্টেমের তৈরি AN/AAR-57 মিসাইল ওয়ারনিং সিস্টেম এর বদলে এয়ারফোর্স এটা সিলেক্ট করে। শুধু অ্যপাচিই না ভারতের চিনুক হেলিকপ্টারেও এই সিস্টেম ব্যবহার ইনস্টল করা হয়েছে। গ্রিপিন ফাইটার জেটেও এই PAWS-2 ব্যবহার করা হয়েছে।

এই হেলিকপ্টারটির বিশেষ কিছু ক্ষমতা রয়েছে। হেলিকপ্টারটি ২ জন ক্রিউকে নিয়ে মোট ৮০০৬ কেজি বহন করতে পারে। খালি অবস্থায় এর ওজন ৫১৬৫ কেজি। অর্থাৎ প্রায় ৩০০০ কেজি ওজন বহন করতে সক্ষম। এটি সর্বাধিক গতি ২৯৩ কিমি/ঘণ্টা। সার্ভিস সিলিং ২০,০০০ ফুট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *