আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করতে বিমান নয় ভয়ংকর এইসব ড্রোন ব্যবহার করতে পারে রাশিয়া
নিউজ ডেস্কঃ আধুনিক যুদ্ধ যে আনম্যান্ড হতে চলেছে তা বলাই বাহুল্য। কারন প্রতিটা দেশই এখন একাধিক ফ্রন্টে লড়ার জন্য তৈরি থাকে। আর সেই কারনে ভবিষ্যতের যুদ্ধ যে মানুষ ছাড়াই হবে তা আগে থেকেই আভাস পাওয়া যাচ্ছে। আর সেই কারন বশত প্রচুর দেশ ইলেকট্রনিক ওয়ারফেয়ার থেকে শুরু করে বিভিন্ন টেকনোলোজি নিয়ে এখন থেকেই কাজ করতে শুরু করে দিয়েছে।
ড্রোন টেকনোলোজিতে রাশিয়া বাকি দেশ গুলির থেকে বেশ খানিকটা এগিয়ে। এখনও পর্যন্ত তাদের আটটি বিভিন্ন জাতের ড্রোন রয়েছে তাদের হাতে। এবং ড্রোন গুলি যে কতোটা বিধ্বংসী তা ইতিমধ্যে প্রমান ও পাওয়া গেছে।
চিরুক, অরল্যান্ড, তুপলেভ, সুখই এর মতো বিভিন্ন গোত্রের ড্রোন রয়েছে তাদের হাতে। ড্রোন গুলির বিশেষ বিশেষ কিছু বৈশিষ্ট্য রয়েছে, যেমন তাদের হাতে এমনও ড্রোন রয়েছে যা টানা ২৪ ঘণ্টা আকাশে সার্ভিস দিতে সক্ষম, শুধু তাই নয় পাশাপাশি ১৭০০০ ফুট উপরে উড়তে সক্ষম এবং ১৫০০০ কেজি পর্যন্ত অস্ত্র বহনে সক্ষম। অর্থাৎ রাশিয়ার হাতে থাকা ড্রোন গুলি যে যেকোনো সময় যুদ্ধবিমানের মতো বিধ্বংসী রূপ নিতে পারে তা বলাই বাহুল্য। পাশাপাশি তাদের হাতে থাকা ড্রোন গুলি একাধিক দেশের হাতে রয়েছে।