তিন দশক পরে নতুন অস্ত্র পেতে চলেছে সেনাবাহিনী
নিউজ ডেস্কঃ এবার নতুন গ্রেনেড হাতে পেতে চলেছে ভারতীয় বায়ুসেনা। DRDO এর ডিজাইন করা দশ লক্ষ শিবালিক মাল্টিমুড হ্যান্ড গ্রেনেড অর্ডার করা হয়েছে ভারতীয় সেনার পক্ষ থেকে। এগুলিকে তৈরী করবে নাগপুরের ‘সোলার ইকোনমিক এক্সপ্লোসিভ লিমিটেড’। তারা OFB কে হারিয়ে এই টেন্ডার জেতে।
এই নতুন হ্যান্ড গ্রেনেড গুলি আসলে পুরনো প্রচুর হ্যান্ড গ্রেনেডকে পরিবর্তন করা হবে। বিশেষ করে প্রথম বিশ্বযুদ্ধের সময়ের ব্রিটিশ ডিজাইন M-36 হ্যান্ড গ্রেনেড গুলিকে পরিবর্তন করা হবে। এই M-36 গুলিকে OFB নির্মাণ করত। গত তিন দশক ধরে চলমান পুরনো গ্রেনেড সংকট এতদিনে শেষ হতে চলেছে। ভারতীয় সেনা তাদের অর্ডার করা নতুন গ্রেনেড গুলি খুব তাড়াতাড়ি হাতে পাবে বলে আশা করছে।