রাত ১০ টার সময় এয়ারস্ট্রাইক ইসরায়েলের
নিউজ ডেস্কঃ ইসরায়েল যে যেকোনো সময় ইসলামিক দেশ গুলিতে আক্রমণ করতে পারে তা একাধিকবার প্রমান পাচ্ছে সারা বিশ্ব। বেশ কিছুমাস আগেই সিরিয়ার দামাস্কাসে ইসরাইলের এয়ারস্ট্রাইকে জেনারেল আলি মহাসেন নিহত হন। শুধু এই জেনারেল নয় হিজবুল্লাহ এর ৫ জন লোক ও সাথে নিহত হয়েছেন।
রাত ১০ টার দিকে এই এয়ারস্ট্রাইক করে ইসরায়েল। সবচেয়ে বড় ব্যাপার এস ৪০০ র মতো এয়ার ডিফেন্স সিস্টেম মোতায়েন আছে সিরিয়াতে। সিরিয়ার এয়ারডিফেন্স সিস্টেম কিছু করতে পারেনি। বিশেষজ্ঞদের মতে জ্যাম করে দেওয়া হয়েছিল এই সিস্টেমকে।
প্রসংগত সিরিয়া তে কিন্তু S-400 অ্যক্টিভ আছে। আর এরকম এয়ার ডিফেন্সের সিস্টেম ও কিছু করতে পারেনা ইসরায়েলের। তাহলে বুঝতেই পারছে যে টেকনোলোজি কতোটা উন্নত!