প্রবল বোমা বর্ষণ আর্মেনিয়ার, আজারবাইজানের প্রচুর হতাহতের সংখ্যা
নিউজ ডেস্কঃ আর্মেনিয়া এবং আজারবাইজানের যুদ্ধ থামার কোনও নাম নেই, উল্টে দুই পক্ষের মধ্যে আক্রমণ আরও বেড়েই চলেছে। একাধিক দেশের অনুরোধ এবং চাপ উপেক্ষা করেই চলছে যুদ্ধ। দীর্ঘ এক মাস কেটে যাওয়া এই যুদ্ধে ইতিমধ্যে ক্ষতি হয়েছে অনেক। আজারবাইজানকে ইতিমধ্যে সমর্থন করেছে পাকিস্তান এবং তুরস্ক। আর্মেনিয়া এখনও সরাসরি কোনও দেশের সমর্থন পায়নি।
আর্মেনিয়ার তীব্র আক্রমন! আজারবাইজানের শহর বর্দাতে আর্মেনিয়ার সেনারা স্মের্চ রকেট আর্টিলারির সাহায্যে ক্লাস্টার মিউনিশানের বর্ষণ করে। এতে ২০জন নিহত ও ৬০জন আহত হয়েছে।