অভিনব ফটোশ্যুট বঙ্গ ললনা রিয়া সেনের। রইল ফটোগ্যালারি
নিউজ ডেস্কঃ সব তারকারা ঘরেই দিন কাটাচ্ছেন, ঘরে রয়েছে তিনিও। তবে ঘরে বসেই বেশ একটিভ ভাবেই সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল করছেন তিনি।
এখন সেভাবে হিন্দি ছবিতে দেখা যায়না তাঁকে। ২০১৭ সালে লোনলি গার্ল তাঁর শেষ হিন্দি ছবি। তবে একটা সময় প্রচুর ছেলেদের হার্টথ্রব ছিলেন তিনি।
রিয়া সেন। ১৯৯১ সালে বিষকন্যা প্রথম ছবি দিয়ে বলিউডে এন্ট্রি হয় তাঁর। যদিও সেই সময় চাইল্ড অ্যাক্ট্রেস হিসাবে কাজ করেছিলেন তিনি। এরপর ২০০১ সালে স্টাইল দিয়ে কাজ শুরু করেন। এরপর সেভাবে ফুল ফর্মে কাজ না করলেও ঝংকার বিটস, হিংলিস, শাদি নম্বর ওয়ানে কাজ করেছেন তিনি।
হিন্দি ছবি ছাড়াও মালায়াম, তেলেগু ছবিতে কাজ করেছেন রিয়া। পাশাপাশি একাধিক বাংলা ছবিতে বেশ ভালো ভূমিকায় দেখা গেছে তাঁকে। বর্তমানে সেভাবে না দেখা গেলেও জি-৫ ওয়েব সিরিজের মিসম্যাচ ২ তে করেছেন। তবে সোশ্যাল মিডিয়ায় বেশ একটিভ তিনি। মাঝে মধ্যেই ছবি শেয়ার করেন রিয়া।