ডিফেন্স

চীন এবং পাকিস্তানকে শিক্ষা দিতে রাশিয়ার থেকে পঞ্চম প্রজন্মের বিধ্বংসী যুদ্ধবিমান ক্রয় করতে পারে সেনাবাহিনী

নিউজ ডেস্কঃ বেশ কিছুদিন ধরেই কথা চলছে যে ভারত পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান কিনতে চলেছে রাশিয়ার থেকে। তবে এখনও সে বিষয়ে অফিশিয়াল কোনও ঘোষণা করা হয়নি। এবং হটাত করে যে এই বিমান কেনাকে হঠকারিতা হতে পারে তা একাধিক বিশেষজ্ঞ ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে। আর সেই কারনে এই পঞ্চম প্রজন্মের বিমান ভারত ক্রয় করছে না।

তবে এই যুদ্ধবিমানে যে কিছু ত্রুটি রয়েছে তা একাধিকবার উঠে এসেছে একাধিক বিশেষজ্ঞদের মুখে। আর সেই কারনে এবার এই বিমানে কিছু পরিবর্তন করতে চলেছে।

রাশিয়া তাদের পঞ্চম প্রজন্মের জেনারেশন ফাইটার জেট SU-57 কে ব্যাপক আপগ্রেড করতে চলেছে, যাকে ” সুপার সুখোই ” পোগ্রাম বলা যেতেই পারে।

SU-57 এর বর্তমান AL-41F1 ইন্জিন কে রিপ্লেস করে “প্রোডাক্ট -৩০” ইন্জিন ইনস্টল করা হবে।

আফটার বার্নার মুডে এর গতি  ১.১-১.২ ম্যাক, যা বৃদ্ধি করে ১.৫ ম্যাক করা হবে।

ইনফ্রারেড রেঞ্জে এর ভিসিবিলিটি কম করা হবে।

হাইড্রলিক মেকানিজম কে ইলেকট্রিক মেকানিজম দিয়ে রিপ্লেস করা হবে।

ওজন কম করা হবে

এই যুদ্ধবিমানের ফুল বডি ইলেকট্রিক করা হবে।

এর ফুল কন্ট্রোল সিস্টেম, অ্যভোনিক্স কে ব্যাপক আপগ্রেড করা হবে। পাশাপাশি পরবর্তী জেনারেশন এর নতুন মিসাইল ইনস্টল করা হবে এই যুদ্ধবিমানে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *