ডিফেন্স

২৪ বার ব্যার্থতার পর ২৫ বারের বার আমেরিকা সফল হয়েছে। কি এমন টেকনোলোজি আনতে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্কঃ পৃথিবীর বাকি দেশের থেকে আকাশ যুদ্ধে যে আমেরিকা বেশ কয়েককদম এগিয়ে তা আর নতুন করে কিছু বলার নেই। আকাশ যুদ্ধে যেকোনো দেশের থেকে অন্তত ১০ বছর এগিয়ে রয়েছে আমেরিকা টেকনোলোজির দিক থেকে এমনটাই মত সামরিক বিশেষজ্ঞদের একাংশের। যুদ্ধবিমানের পর এবার আকাশ যুদ্ধে ড্রোন প্রযুক্তিতে আবারও এক নতুন ফলক ছুল আমেরিকা। 

বোয়িং এর তৈরি করে ড্রোন দিয়ে রিফুয়েলিং করল যুদ্ধবিমান। পৃথিবীর প্রথম দেশ হিসাবে এই রিফিউলিং ড্রোন তৈরি করেছে আমেরিকা। বোয়িং এর তৈরি করা MQ-25 রিফিউলিং ড্রোন একটি F-18 যুদ্ধবিমানকে কে সফল ভাবে রিফিউল করেছে।

বলে রাখা ভালো যে ২৪ বার ব্যার্থতার পর ২৫ বারের বার আমেরিকা সফল হয়েছে।

MQ-25 ড্রোন গুলি এখনও আমেরিকার বায়ুসেনার সার্ভিসে আসেনি। তবে এই ড্রোন গুলির টেকনোলোজির দিক থেকে বেশ এগিয়ে।

বিশেষ এই ড্রোন গুলির ডানা ৩১ ফুট থাকে ভাঁজ করা অবস্থায় এবং সাধারন অবস্থায় ৭৫ ফুট। 

উচ্চতা ১১ ফুট।

দীর্ঘ ৫১ ফুট।

এই ড্রোন গুলির রেঞ্জ ৯৩০ কিলোমিটার। এবং এর ইঞ্জিন আমেরিকার রোলস রয়াসের তৈরি যা ৪৪ kn থ্রাস্ট উৎপন্ন করতে সক্ষম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *