মাঝ সমুদ্রে চীনের উপর করা নজর রাখতে আসছে অত্যাধুনিক বিমান
নিউজ ডেস্কঃ ভারত-চীন সংঘাতে জলপথ যে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে তা বলাই বাহুল্য। আর সেই কারনে জলপথে বিশেষ নজর দিচ্ছে ভারত সরকার। একাধিক যুদ্ধজাহাজ ইতিমধ্যে মোতায়েন করা হয়েছে, পাশাপাশি বিশেষ নজর রাখা হচ্ছে চীনের সাবমেরিন গুলির উপর। তবে কিছু দিনের মধ্যেই ভারতের হাতে এসে পৌঁছাবে অত্যাধুনিক বিমান।
ভারতীয় নৌবাহিনীর লং রেঞ্জ মেরিটাইম প্যট্রলিং এয়ারক্রাফট পি-৮আই নেপচুনের ডেলিভারি খুব শিঘ্রই নৌবাহিনী পেতে চলেছে। আগের ৮টার সাথে নতুন ৪টি পি-৮আই মিলে ভারত ১২টি পি-৮ এর ফ্লিট অপরেট করবে। প্রথম ৮টি তামিলনাড়ুর হোম বেস থেকে বঙ্গোপসাগরে আর ৪টি পি-৮ আরব সাগরে নজর রাখবে।
ইতিমধ্যে অতিরিক্ত ৬টি পি-৮ এর অনুমোদন দিয়েছে কেন্দ্র। যেগুলি বিভিন্ন সময়ে অস্ট্রেলিয়ার কোকোস আইল্যন্ড ও ফ্রেঞ্চ রেউনিয়ন আইল্যন্ড থেকে অপরেট করা হতে পারে। সেক্ষেত্রে প্রায় পুরো ভারত মহাসাগরেই ভারতীয় নৌবাহিনীর পি-৮ আই এ্যন্টি সাবমেরিন অপরেশান চালানো থেকে শুরু করে নজরদারি, এ্যন্টিশিপ ইত্যাদি মিশন চালাতে পারবে।