মাত্র তিনমাসের মধ্যে নজীর গড়েছে ভারতীয় সেনা
নিউজ ডেস্কঃ ভারত-চীনের সম্প্রতি সংঘাতের পেছনের কারন কি? ঠিক সেইভাবে ব্যাখ্যা অনেকেই দিতে পারেনি। তবে বেশ কয়েকটি কারন সামনে উঠে এসেছে। তার মধ্যে একটি হল ভারতের রাস্তা তৈরি করা। কারন লাদাখে বিরাটভাবে রাস্তা তৈরির কাজে লেগেছে বর্ডার রোড অর্গানাইসেশান। এবং সেটিকে ভালোভাবে দেখেনি চীন। কারন একটা সময় ছিল যখন লাদাখে ভারতের উপস্থিতি ছিল আত্মরক্ষার জন্য। তবে বর্তমানে পরিস্থিতি বদলে ভারত এখন প্রতিপক্ষকে জবাব দিতেও পিছুপা হবে না।
এবং সবচেয়ে বড় ব্যাপার হল এই যে মাত্র ৩ মাসে তিনটি ব্রীজ ও একটি জাতীয় সড়কের কাজ সম্পন্ন করেছে ভারতের বর্ডার রোড অর্গানাইজেশান। মাত্র তিন মাসে এই কাজ সম্পন্ন করা একটা নজির সৃষ্টি ও বলা চলে। এই সড়ক ও ব্রীজ গুলি ভারত ও চীনের মধ্যে বিবাদ চলাকালীন ট্যাঙ্ক মুভমেন্টে বড় সুবিধা প্রদান করেছিল। বিআরও অফিসার বি কিশান জানিয়েছিলেন যে “আমরা রেকর্ড ৩ মাস ধরে এনএইচ -1 এ কেএম 397 এ একটি সেতু তৈরি করেছি। এটি যেকোনও প্রকারের ভারী যান বহন করতে সক্ষম।”