ভারতের রাফালে কে টেক্কা দিতে কতোটা বেগ পেতে হবে পাকিস্তানের হাতে থাকা আমেরিকার এই যুদ্ধবিমানকে? ভিডিও
নিউজ ডেস্কঃ কিছুদিন আগেই ফ্রান্সের তৈরি রাফালে বিমান ভারতে এসেছে, এখনও বেশ কিছু রাফালে আসা বাকি। তবে ২০২৩ সালে ভারতের হাতে আসতে চলেছে তেজাস যুদ্ধবিমান। রাশিয়ার সাথে যৌথ প্রয়াসে তৈরি তেজাস যুদ্ধবিমান যে শত্রুদেশের ভীতির কারন হয়ে দাঁড়াতে চলেছে তা বলাই বাহুল্য। এই পঞ্চম প্রজন্মের বিমান ভবিষ্যতে বিক্রি করার প্রস্তুতিও নিয়েছে। তবে এতোদিন রাশিয়ার উপর ভরসা করেই চলতে হয়েছে ভারতীয় বিমানবাহিনীকে। তবে রাফালে যে শত্রু দেশের ভীত কাঁপাতে পারে তা বলাই বাহুল্য।