ভারতের বায়ুসেনার প্রধান দপ্তর গুলি ভারতবর্ষের কোথায় অবস্থিত?
নিউজ ডেস্কঃ ভারতীয় বায়ূসেনা বাহিনীকে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ বায়ূসেনা বাহিনী বলা হয়ে থাকে।১৯৬২ ইন্দো-চিনা যুদ্ধ থেকে শুরু করে বাংলাদেশ অপারেশান ১৯৭১, অপারেশান মেঘদূতের মতো একাধিক যুদ্ধ লড়েছে ভারতীয় বায়ূসেনা বাহিনী। এবং একাধিক জায়গায় নিজেদের প্রমান ও করেছেন নিজেদের অস্তিত্বকে। কিন্তু প্রশ্ন হল এই বায়ূসেনা গুলির প্রধান ঘাটি গুলি কোথায়? বা কোথায় কোথায় রয়েছে এই বায়ূসেনা ঘাটিগুলি? ভারতের মোট সাতটি বায়ুসেনা ঘাটি রয়েছে। যেগুলি বিভিন্ন রাজে অবস্থিত।
ওয়েস্টার্ন কম্যান্ড- নিউদিল্লী
সেন্ট্রাল কম্যান্ড- অ্যালাহাবাদ
ইস্টার্ন কম্যান্ড- শিলং
সাউথ ওয়েস্টার্ন কম্যান্ড- গান্ধীনগর
ট্রেনিং কম্যান্ড- ব্যাংলোর
মেন্টেনেস কম্যান্ড- নাগপুর
সাউদার্ন কম্যান্ড-তিরুবন্তিপুরা