ডিফেন্স

প্রয়োজনে আক্রমণ ও করতে পারে বায়ুসেনা। ক্রয় করা হচ্ছে দেশীয় প্রযুক্তির ভয়ংকর হেলিকপ্টার

নিউজ ডেস্কঃ লাইট কমব্যাট হেলিকপ্টার অর্থাৎ LCH দীর্ঘ ১০ বছর ধরে পরে আছে, অর্থাৎ ২০১০ সালে ফ্লাইট টেস্ট কমপ্লিট হলেও সম্প্রতি অর্ডার করা হয়েছে। কিছুদিন আগে এল সি এইচকে লাদাখে পাঠানো হয়েছিল। মোট দুটি হেলিকপ্টার পাঠানো হয়। বেশ কিছুদিন ধরে এই হেলিকপ্টার দুটি অপারেশানালে রয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান গুলিতে এটি হেলিকপ্টার দুটি পেট্রোলিং করে আসছে। কমব্যাট পেট্রলিং এর সময় এগুলিতে রকেট পড ও মেইন গান অ্যাক্টিভ ছিল।

আনুষ্ঠানিক ভাবে এখনো LCH কে অর্ডার করা হয়েছে,বায়ুসেনা LCH কে HAL থেকে নিয়ে লাদাখে ‘কমবেট পেট্রোল’ করছে। সবথেকে বড় ব্যাপার হল এই যে এইগুলি পেট্রলিং র সময় প্রয়োজনে আক্রমণ ও করতে পারে বায়ুসেনা। অথচ আশ্চর্যজনক ব্যাপার হল এই যে এখনো তারা LCH অর্ডার করা হল ১০ বছর পর। বায়ুসেনা খুব শীঘ্রই HAL এর সাথে আনুষ্ঠানিকভাবে LCH এর চুক্তি প্রকৃয়া সম্পূর্ণ করেছে। আর্মি ও এয়ারফোর্স এর জন্য মোট ১৬০+ LCH ক্রয় করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *