আরবের সাথেও খারাপ সম্পর্ক। পাকিস্তানকে আসতে আসতে গ্রাস করছে চীন
নিউজ ডেস্কঃ পাকিস্তানকে আসতে আসতে চীন গ্রাস করছে তা একাধিক সমীক্ষায় উঠে এসেছে। কারন আসতে আসতে ঋণের পাহাড় হয়েছে পাকিস্তানের। সম্প্রতি সৌদি আরবকে $১ বিলিয়ন ঋণ পরিশোধ করেছে পাকিস্তান।
কিন্তু আসলে কোনও ঋণ পরিশোধ ই করেনি তারা। উল্টে ঋণ পরিশোধ করতে গিয়ে ঋণ করতে হয়েছে তাদের। পাকিস্তান সৌদি থেকে দেড় বছর আগে $৩বিলিয়ন লোন নিয়েছিল। সেটারই প্রথম কিস্তি পরিশোধ করেছে। আর এই $১বিলিয়ন সৌদিকে পরিশোধ করতেই চীন থেকে এই $১বিলিয়ন নিয়েছে পাকিস্তান।