ডিফেন্স

দেশীয় প্রযুক্তিতে তৈরি এই বিধ্বংসী হেলিকপ্টার আসছে ভারতীয় সেনাবাহিনীর হাতে। দেখুন এর ক্ষমতা

নিউজ ডেস্কঃ ভারতবর্ষের দেশীয় প্রযুক্তিতে তৈরি লাইট কমব্যাট হেলিকপ্টার। ২০১০ সালে তৈরি হলেও এখনও ভারতীয় সেনাবাহিনীতে দেখা যায়না। কারন আর্মির সাথে একাধিক জায়গায় মতের মিল হচ্ছেনা এই হেলিকপ্টারকে নিয়ে। বিশেষ করে এর অস্ত্র সম্ভারের কারনে। কিন্তু ভারত চীন সংঘর্ষের পর এই সমস্যা মিটিয়ে ফেলার কথা বলা হয়েছে। আর সেই কারনে ভারতের একাধিক যেসব অভ্যন্তরীণ প্রোজেক্ট অকারনে বন্ধ হয়ে পরে আছে সেই গুলি পুনরায় ভালো ভাবে শুরু করার কাজ শুরু হয়েগেছে।

সূত্রের খবর অনুযায়ী ভারতীয় LCH এর জন্য শেষপর্যন্ত ইসরায়েলের Spike ER অ্যন্টি ট্যাংক গাইডেড মিসাইল কে নির্ধারণ করা হতে পারে। বহুদিন ধরেই LCH ও রুদ্র তে ATGM এর অভাব ছিল যা শেষপর্যন্ত মিটতে চলেছে। ইসরায়েলের Spike ER ব্যটেল প্রুভেন ATGM।ভারতীয় সেনা এটা যথেষ্ট পরিমানে ব্যবহার করে। তবে এর অর্থ খুব শীঘ্রই হয়ত LCH অর্ডার করা হবে।

এই হেলিকপ্টার দেশীয় প্রযুক্তিতে তৈরি। HAL ২০১০ সালে এই হেলিকপ্টার তৈরি করে, যার প্রোগ্রাম কষ্ট ছিল ৩৭৫ কোটি টাকা। এর একাধিক ক্ষমতার বেশ প্রশংসনীয়।

এটি লম্বায় ৫১ ফুট ১০ ইঞ্চি

উচ্চতা ১৫ ফুট

৫৮০০ কেজি পর্যন্ত ওজন বহনে সক্ষম

২৬৯ কিমি/ঘণ্টার গতিবেগে উড্ডয়ন করতে সক্ষম

২১,১০০ ফুট উচ্চতায় উড্ডয়ন করতে পারে।রেঞ্জ ৫৫০ কিমি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *