ডিফেন্স

হিমালয়ের মতো দুর্গম অঞ্চলে ভয়ংকর ট্যাঙ্ক মোতায়েন রয়েছে ভারতের

নিউজ ডেস্কঃ চীন-ভারত উত্তেজনা যে ভারতের ডিফেন্স সেক্টরে একটা বিরাট পরিবর্তন আনবে তা বলাই বাহুল্য। এবার সেরকমটাই দেখা গেল। সেনাবাহিনীর সরঞ্জামের জন্য একের পর এক বিনিয়োগ করে চলেছে সরকার।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রক ভারতীয় সেনাবাহিনীর টি-৯০এস/এসকে ট্যঙ্কের জন্য ৫৫৭কোটি টাকার বিনিময়ে ১৫১২টি মাইন প্লফিং সিস্টেম ক্রয় করতে চলেছে। ভারত আর্থ মুভার্স লিমিটেডের সঙ্গে। এগুলি লাঙ্গলের মত মাটি খুড়তে খুড়তে ট্যাঙ্ককে এগিয়ে নিয়ে যায়। মাটির ভেতরে থাকা মাইনে ট্যাঙ্কের চাকা ওঠে না। বরং পাতা মাইন খুড়ে বেড়িয়ে যায়।

প্রতিরক্ষা মন্ত্রক এক সাংবাদিক বৈঠকে জানিয়েছে যে এই ধরনের সিস্টেম ট্যাঙ্কে রাখার ফলে শত্রুদেশের অভ্যন্তরে প্রবেশ করতে পারবে ভারতীয় সেনা। তবে চীনের সাথে এখন পরিস্থিতি অনেকটা হালকা অন্যদিকে সব থেকে আশ্চার্যের বিষয় টি-৯০ মত ট্যাঙ্ক হিমালয়ের মতো দুর্গম অঞ্চলে সেইভাবে ভালোভাবে ব্যবহার করা হয়না।সেইদিক থেকে দেখতে গেলে চীনের বিরুদ্ধে নয় বরং পাকিস্তানের বিরুদ্ধে ব্যবহার করার চিন্তা করেই কি এই সিদ্ধান্ত?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *