শুধু দেশ নয়। বিদেশের আতঙ্কবাদীরাও ভারতীয় সেনার কাছে আত্মসমর্পণ করছে
নিউজ ডেস্কঃ ভারত যে প্রতিবেশি দেশকে সাহায্য করে তা একাধিকবার প্রমান পাওয়া গেছে। বেশ কিছুমাস আগে একাধিক দেশকে ডিফেন্সের একাধিক সরঞ্জাম দিয়ে সাহায্য করেছিল।
এবার প্রতিবেশি দেশ কঙ্গো র জন্য সুখবর। কঙ্গোর উত্তর কিভুতে সসস্ত্র বিদ্রোহী দল “মাই মাই কিতেতে” ভারতীয় সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করে কিছুদিন আগে। দলের স্বঘোষিত জেনারেল কিতেতে গুলি গোলায় মারা যায়,তার পর এই দলের ৩৯ জন বিদ্রোহী, তাদের সেকেন্ড-ইন-কমান্ড সহ অস্ত্রসস্ত্র নিয়ে ভারতীয় আর্মির হাতে আত্মসমর্পণ করে।
মূলত এই বিদ্রোহী দলটি ঐ অঞ্চলে লুটপাট থেকে শুরু করে একাধিক আইন অমান্য করে জোরজুলুম চালাত। ভারতীয় সেনাবাহিনীর পদক্ষেপের পর,ঐ অঞ্চল এখন শান্তিপূর্ণ রয়েছে।