ডিফেন্স

দামের কারনেই যুদ্ধাস্ত্র ক্রয় করা থেকে পিছিয়ে আসল ভারত

নিউজ ডেস্কঃ আমেরিকার থেকে একের পর এক যুদ্ধাস্ত্র ক্রয় করা শুরু করেছে ভারতবর্ষ। দাম বেশি হলেও তাদের যুদ্ধাস্ত্র গুলি যে বিশ্বমানের তা একাধিকবার প্রমান পাওয়া গেছে। আমেরিকার থেকে বিধ্বংসী MQ9 রিপার ড্রোন ক্রয় করার ব্যপারে কথা হয়েছিল। কিছুদিন আগে কিছুটা আশ্বাস পাওয়া গেলেও তা পুরোপুরি এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। কারন কিছুটা হলেও দামের কারনে পিছিয়ে আসতে হল ভারতের সেনাবাহিনীকে।

ভারত অত্যন্ত দামের কারনে মার্কিন সশস্ত্র ড্রোন রিপার কেনার সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসছে এমনটাই জানিয়েছে আমেরিকার এক সংবাদমাধ্যম। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে ভারত আমেরিকা থেকে ৩০টি আর্মড রিপার ড্রোন ক্রয় করার  কথা চালাচ্ছিল। কিন্তু তার মূল্য প্রায় ৩বিলিয়ন ডলার হতে পারে। যা অত্যন্ত বেশি বলেই মনে করছে ভারত। তাই সেই চুক্তি থেকে সরে আসতে চাইছে। ৩০টি ড্রোনের দাম ৩বিলিয়ন অর্থাৎ প্রতি ড্রোনের দাম $১০০মিলিয়ন। যেখানে রাফালের দাম অস্ত্র ছাড়া, ট্রেনিং ও অন্যান্য বিষয় গুলি ছাড়া ভারত $৮৩ মিলিয়নে ক্রয় করেছে। তবে এখনও অফিসিয়ালি ভাবে সেনাবাহিনীর তরফ থেকে কিছু জানানো হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *