অনেক আগের থেকেই এই বিমান যুদ্ধবিমান জড় করছিল চীন। তৈরি ভারতও
লাদাখের ভারত চীন সীমান্তের খুব কাছ থেকে একাধিক বিমান ওড়াচ্ছে চীন, এই খবর দিন ১৫ আগেও ছিল ভারতের হাতে। তবে এটিকে সেভাবে গুরুত্ব দেয়নি ভারতীয় বায়ুসেনার অফিসার।
গারগুন্সা এয়ারবেস থেকে নিয়মিতভাবে j 11 ওড়াচ্ছে চীন, যা lac র খুব কাছেই। একাধিক সূত্রের মতে সেখানে ৪ থেকে ৫ টি j 11 মোতায়েন করেছে চীন। পাশাপাশি কাশগড় এবং হেতান এয়ারবেসেও বেশ কিছু j-11, j -8, j-7 বিমান মোতায়েন করেছে চীন।
ভারতীয় বায়ুসেনার মতে এটি তেমন কোনও বর বিষয় নয়, কারন চীনের এয়ারবেস গুলি বেশ হাই অল্টিটিউডে রয়েছে, যার ফলে ভারত সেখানে যথেষ্ট এডভান্টেজ পাবে। পাশাপাশি চীনের যেকোনো বিমানই ফুল পেলোড বা ফুল ফুয়েল নিয়ে উড়তে সক্ষম নয়।
যদিও আগে থাকতেই ভারতীয় সীমান্তে জড় করা আছে ভারতের অত্যাধুনিক ফাইটার জেট শুখোই সু ৩০।