বেসিক ট্রেনার থেকে শুরু করে ড্রোন। প্রচুর টাকার যুদ্ধাস্ত্র ক্রয় করবে সেনাবাহিনী
নিউজ ডেস্কঃ ভারতবর্ষের সেনাবাহিনীকে চাঙ্গা করে তুলতে একের পর এক প্রকল্প নিচ্ছে ভারত সরকার। বিশেষ করে ভারত-চীন উত্তেজনার পর ভারতের ডিফেন্স সেক্টরে যে আমুল পরিবর্তন আসবে তা একপ্রকার আন্দাজ করা হয়েছিল।
প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর নেতৃত্বে সাউথ ব্লকে “ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল” (DAC) এর বৈঠকে ₹৮,৭২২.৩৮ কোটি টাকার সমরাস্ত্র ক্রয়ের অনুমতি দেওয়া হয়ছিল।
যেসব অস্ত্র ক্রয় করা হতে পারে
১০৬ টি বেসিক ট্রেইনার এয়ারক্রাফ্ট HTT-40 কেনা হবে “হিন্দুস্থান অ্যারোনটিকস লিমিটেড” (HAL) থেকে ।
নৌবাহিনী ও উপকূল রক্ষী বাহিনীর জাহাজ গুলিতে লাগানোর জন্য “ভারত হেভী ইলেকট্রনিক্স লিমিটেড” (BHEL) থেকে আপগ্রেডেড ‘সুপার র্যাপিড গান মাউন্ট’ (SRGM) ক্রয় করা হবে। যেগুলো মিসাইল থেকে শুরু করে ফাস্ট অ্যাটাক ক্রাফ্ট — এর মতো টার্গেটের জাহাজকে রক্ষা করবে।
ভারতীয় সেনার মেইন ব্যাটেল ট্যাঙ্কের জন্য ১২৫ মি.মি APFSDS (Armour Piercing Fin Stabilized Discarding Sabot) অ্যামুনেশন কেনা হবে।
তাছাড়া AK-203 রাইফেল চুক্তি ও UAV ফ্লীট আপগ্রেডেশন (সম্ভবত প্রজেক্ট-চীতা) প্রকৃয়া গুলিকেও দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।