অফবিট

করোনার মতো না হলেও এই ভাইরাসের প্রকোপে মারা গেছেন এক ব্যাক্তি। উৎস চীন নয়, কোরিয়া

করোনা আতঙ্কে ত্রস্ত গোটা বিশ্ব। একের পর এক দেশ লক ডাউন ঘোষণা করেছে। চিনের করোনা ভাইরাস থেকে স্বস্তি পেতে না পেতেই কিছুদিন আগেই আতঙ্ক ছড়ায় হান্টা ভাইরাস নিয়ে।

হান্টা নামে ভয়ংকর ওই ভাইরাসের প্রকোপে মৃত্যু ও হয় উহানেরই এক ব‍্যাক্তির, যেই প্রদেশ থেকে ছড়িয়েছিল করোনা ভাইরাস। উহান প্রদেশের ওই ব্যক্তি বাসে কাজের জন্য শানডং প্রদেশ থেকে ফেরার পথে মারা যান।

তার দেহ থেকেই এই ভাইরাসটি শনাক্ত করা হয়। সেই সঙ্গে বাসে থাকা অন্য ৩২ জন ব্যক্তিকেও ভাইরাসের জন্য পরীক্ষা করা হয়েছিল। মূলত ইঁদুর ও কাঠবেড়ালি খাওয়ার জন্যই এই ভাইরাস ছড়িয়েছে বলে সূত্রের খবর। তবে এই ভাইরাসটি নতুন নয়। বিশেষজ্ঞদের মতে করোনার মতো এই ভাইরাসটি ঘাতক নয়। এই ভাইরাসটি একের থেকে অন‍্যের মধ্যে ছড়িয়ে ও পড়ে না।

এও ভাইরাস মূলত ইঁদুরের মল থেকেই ছড়ায়। বিশেষ করে ইঁদুর থেকেই ছড়িয়েছে বলে সূত্রের খবর। তবে মানুষ থেকে মানুষের মধ্যে এই ভাইরাস ছড়ায় না।

১৯৭৬ সালে প্রথম এই ভাইরাস দেখতে পাওয়া যায়। বিশেষ করে দক্ষিন কোরিয়াতে। দক্ষিন কোরিয়ার হান্টান নদীর নাম থেকেই এই ভাইরাসের নামকরন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *