ঘরে বসে কি করবেন! বললেন ট্যুইঙ্কেল খান্না। রইল ভিডিও
ওয়েব ডেস্কঃ টুইঙ্কল খান্না বা টিনা যতীন খান্না একজন চলচ্চিত্র প্রযোজক ও প্রাক্তন বলিউড ও তেলুগু চলচ্চিত্র অভিনেত্রী। খান্না ১৯৯৫ সালে বারসাত চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ নবাগত অভিনেত্রী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার জয় করেন। তিনি বলিউড অভিনেতা অক্ষয় কুমারের স্ত্রী এবং সাবেক অভিনেত্রী ডিম্পল কপাড়িয়া ও প্রয়াত অভিনেতা রাজেশ খান্নার মেয়ে। ২০০১ সালে চলচ্চিত্র শিল্প থেকে বিদায় নেয়ার পর খান্না ইন্টেরিয়র ব্যবসায় শুরু করেন এবং বর্তমানে তিনি দ্য হোয়াইট উইন্ডোজ নামের প্রতিষ্ঠানের অংশীদার।
১৯৯৫ সালে বরসাত, জান, দিল তেরা দিওয়ানা ,উফ! ইয়ে মোহাব্বত, ইতিহাস, জব প্যায়ার কিসিসে হোতা হ্যায় ,ইন্টারন্যাশনাল খিলাড়ি, জুলমি ১৯৯৯ সিনুস্বেতা তেলেগু ভাষার চলচ্চিত্র বাদশাহ, ইয়ে হ্যায় মুম্বই মেরি মেলা,চল মেরে ভাই ,জরু কা গোলাম,জোড়ি নং ,লাভ কে লিয়ে কুচ ভি , তিস মার খান এর মতো বেশ কিছু ছবিতে তিনি অভিনয় করেন।