ফটোগ্যালারি

সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলল আলিয়া ভাটের ফটোশ্যুট

নিউজ ডেস্কঃ আলিয়া ভাটের রূপালী পর্দায় অভিনয়ের সূচনা ঘটে ১৯৯৯ সালে শিশুশিল্পীর ভূমিকায়, তানুজা চন্দ্র পরিচালিত সংঘর্ষ নাট্য চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে। এই চলচ্চিত্রে ভাটের সহ-অভিনয় করেছিলেন, অক্ষয় কুমার ও প্রীতি জিন্টা। যেখানে ভাট জিন্টার শৈশব চরিত্রের ভূমিকায় অভিনয় করেছেন।

স্টুডেন্ট অফ দ্যা ইয়ার (২০১২) ছবি দিয়ে বলিউডে হাতেখড়ি হয় তাঁর। যা সে বছরের বক্স অফিস সাফল্য অর্জন করে।

২০১৪ সালে, ইমতিয়াজ আলী পরিচালিত হাইওয়ে তে স্টকহোম সিনড্রোমে আক্রান্ত একটি কিশোরীর চরিত্রে ভাটের অভিনয় চলচ্চিত্র সমালোচকদের নিকট ইতিবাচক মন্তব্য লাভ করে। তিনি শ্রেষ্ঠ অভিনেত্রীর জন্য ফিল্মফেয়ার সমালোচক পুরস্কার জিতেছেন এবং একই অনুষ্ঠানে শ্রেষ্ঠ অভিনেত্রীর জন্যও মনোনয়ন পান।

View this post on Instagram

Still believe in magic? Oh yes I do 🤞

A post shared by Alia Bhatt ☀️ (@aliaabhatt) on

View this post on Instagram

Happy 25th Birthday Dabboo💓

A post shared by Alia Bhatt ☀️ (@aliaabhatt) on

View this post on Instagram

💗

A post shared by Alia Bhatt ☀️ (@aliaabhatt) on

View this post on Instagram

☀️

A post shared by Alia Bhatt ☀️ (@aliaabhatt) on

View this post on Instagram

best boys (& good girl) 🌞💜

A post shared by Alia Bhatt ☀️ (@aliaabhatt) on

View this post on Instagram

Happy IIFA to me 😬

A post shared by Alia Bhatt ☀️ (@aliaabhatt) on

চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি, ভাট তার অভিনীত দুটি চলচ্চিত্রের দুটি গানে কণ্ঠশিল্পী হিসেবে কাজ করেছেন। এছাড়াও তিনি নিয়মিত মঞ্চে অংশগ্রহণ করে থাকেন এবং পাশাপাশি একাধিক ছবিতে অভিনয় করার জন্য প্রশংসা কুরিয়েছেন। অভিনয় ছাড়াও সময় পেলেই তিনি সোশ্যাল মিডিয়াতে নিজের ছবিও আপলোড করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *