ফটোগ্যালারি

সস্ত্রীক শাহিদ কাপুরের এই ছবি গুলি আগে কখনও দেখেছেন!

নিউজ ডেস্কঃ কাবির সিং। এই বছরের অন্যতম সুপার হিট ছবি। এখনও পর্যন্ত বক্স অফিসে ৩৭০ কোটি টাকার উপর ব্যবসা করেছে। ৬১ কোটি টাকার বাজেটের একটি ছবি এতো টাকার ব্যবসা করবে অনেকেই ধারনা করতে পারেনি। অপরদিকে কিয়ারা আডবানি এবং শাহিদ কাপুরের অন স্ক্রিন ক্যামিস্ট্রি মানুষে এতো পছন্দ করবে তাও অনেকের ধারনার বাইরে ছিল।

২০০৩ এ ইন্ডাস্ট্রিতে আসলেও সেভাবে নাম করতে বেশ খানিকটা সময় লেগে গেল এই অভিনেতার। ব্যাক সাপোর্ট থাকলেও তা কাজে লাগাতে পারেনি। “জাব উই মেট”, “উরতা পাঞ্জাব”, “হায়দার” এর মতো ছবি দিয়েছেন তিনি বলিউডকে। তবে কাবির সিং এর জন্য তাঁকে যে অন্য জাগায় পৌঁছে দেবে তাঁকে তা বোধ হয় নিজেও ভাবতে পারেনি তিনি।

ছবি করার পাশাপাশি সংসারটাও চুটিয়ে করছেন তিনি। মিরা রাজপুতের সাথে সাত পাকে বাঁধা পড়ার পর তিনি চুটিয়ে সংসার করছেন। পাশাপাশি এই দুই স্বামী-স্ত্রী বেশ একটিভ সোশ্যাল মিডিয়ায়।

View this post on Instagram

💕

A post shared by Shahid Kapoor (@shahidkapoor) on

View this post on Instagram

Throwing that bouquet is so passé 💐

A post shared by Mira Rajput Kapoor (@mira.kapoor) on

View this post on Instagram

En Vogue

A post shared by Mira Rajput Kapoor (@mira.kapoor) on

View this post on Instagram

sunkissed

A post shared by Mira Rajput Kapoor (@mira.kapoor) on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *