সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন হলি অভিনেত্রী সান্ড্রা আন্নেট বুলক
সান্ড্রা আন্নেট বুলক। ২০১০ এবং ২০১৪ সালের হায়েস্ট পেড অভিনেত্রীদের মধ্যে অন্যতম। শুধু অভিনয় নয়, পাশাপাশি প্রযোজনা এবং একাধিক সোশ্যাল কাজ করে থাকেন তিনি।
বুলক ১৯৮৭ সালের থ্রিলার হ্যাঙ্গেনের ছোট্ট ভূমিকায় অংশ নিয়ে অভিনয় শুরু করেন। এরপর ১৯৮৯ সালে বায়োনিক শো দ্য স দ্য সিক মিলিয়ন ডলার ম্যান অ্যান্ড দ্য বায়োনিক ওমেন এ অভিনয়ের মাধ্যমে টেলিভিশন যাত্রা করেন।
তিনি দ্য ব্লাইন্ড সাইড এ লেই অ্যান তুইহি চরিত্র অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর জন্য একাডেমী অ্যাওয়ার্ড এবং গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডে ভূষিত হন। বুলকের সর্বশ্রেষ্ঠ বাণিজ্যিক সাফল্য অর্জন করা চলচ্চিত্র হচ্ছে অ্যানিমেটেড কমেডি চলচ্চিত্র মিনিয়ন্স(২০১৫), যা বক্স অফিসে ইউ এস ১ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি আয় করেছিল। ২০০৭ সালে, তিনি হলিউডের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেত্রী ছিলেন। তিনি ২০১৩ সালে পিপল ম্যাগাজিন সবচেয়ে সুন্দর নারী” হিসেবে তার নাম ঘোষণা করে। বুলক তার অভিনয় কর্মজীবন ছাড়াও, প্রযোজনা প্রতিষ্ঠান ফোর্টিস ফিল্মস এরও প্রতিষ্ঠাতা।