ফটোগ্যালারি

অভিনব ফটোশ্যুট লিপলক অভিনেত্রী চাঁদনীর। রইল ফটোগ্যালারি

সিরিয়াল জগত থেকে উঠে এসে সিনেমা করেছেন এমন নাম বহু আছে আজকের দিনে। বিশেষ করে আবার ওয়েব সিরিজের ক্ষেত্রে। কারন ওয়েব প্ল্যাটফর্ম আসার পর সিনেমা জগতের পরিধি অনেকটা বড় হয়েছে। তবে বাংলা চলচ্চিত্র জগতে সিরিয়াল যে এক গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছে তা বলাই বাহুল্য।

চাঁদনী সাহা। টলিউডের অন্যতম পরিচিত মুখ। একাধিক জনপ্রিয় বাংলা সিরিয়ালে দেখা গেছে চাঁদনীকে। এই সময় কিভাবে দিন কাটছে চাঁদনীর? তিনি জানান বাড়িতেই দিন কাটছে তাঁর। তবে ঘরের কি কাজ করছে চাঁদনীকে? তিনি জানান যে “আশায় আশায় দিন কাটাচ্ছি। বাড়িতে আছি। তবে রান্না করছি যেমন ধর “আলুর দম”, “লুচি”, পাশাপাশি গান শুনছি, লেখালেখি করছি(কবিতা), প্রচুর কিছু ভাবছি, শুধু তাই নয় পাশাপাশি বাড়ির লোকজনের সাথে এখন লুডো, ব্যবসায়ী খেলছি, মন ঠিক রাখার চেষ্টা করছি, যেটা খুব দরকার”। তবে চাঁদনী জানায় যে “সেভাবে রূপচর্চা করছিনা”।

“বিন্দি”, “কাছে আয় সই”, “বেনে বৌ”, “মনসা”, “এখানে আকাশ নীল” র মতো একাধিক জনপ্রিয় সিরিয়ালে দেখা গেছে চাঁদনীকে। পাশাপাশি  “আস্থা”, “বিফর দ্য রেন্স”,”লিপলক” র মতো ওয়েব সিরিজেও দেখাগেছে তাকে।

View this post on Instagram

…………………… এবং আমি

A post shared by chandnibindi951 (@cha.5677) on

View this post on Instagram

You'll feel the same……..

A post shared by chandnibindi951 (@cha.5677) on

View this post on Instagram

Reveal & Feel…………

A post shared by chandnibindi951 (@cha.5677) on

View this post on Instagram

No i don't want to smile🙎‍♀️

A post shared by chandnibindi951 (@cha.5677) on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *