অভিনব ফটোশ্যুট টলি অভিনেত্রী রিতিশার। রইল ফটোগ্যালারি
সিরিয়াল জগত থেকে উঠে এসে সিনেমা করেছেন এমন নাম বহু আছে আজকের দিনে। বিশেষ করে আবার ওয়েব সিরিজের ক্ষেত্রে। কারন ওয়েব প্ল্যাটফর্ম আসার পর সিনেমা জগতের পরিধি অনেকটা বড় হয়েছে। তবে বাংলা চলচ্চিত্র জগতে সিরিয়াল যে এক গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছে তা বলাই বাহুল্য।
রিতিশা গঙ্গোপাধ্যায়। টলিউডের অন্যতম পরিচিত মুখ। সিরিয়াল ছাড়াও একাধিক ছবিতে দেখাগেছে রিতিশাকে। এছাড়াও একাধিক শর্ট ফিল্মেও দেখা গেছে তাঁকে।
“সাঁঝের বাতি”,”ওম নমঃ শিবায়”, “প্রেমের কাহিনী”,”মা দুর্গা”, “কিরণমালা” র মতো একাধিক জনপ্রিয় সিরিয়ালে দেখাগেছে রিতিশাকে।